টলিউডের একসময়ের দাপুটে অভিনেত্রী হলেন ইন্দ্রানী হালদার। একের পর এক সুপারহিট ছবি দিয়ে তিনি দর্শকদের মনে বিশেষ জায়গা করে নিয়েছিলেন। তবে বড় পর্দার পর কয়েক বছর আগে তিনি নিজেকে ছোট পর্দায় প্রতিষ্ঠা করার জন্য এগিয়ে এসেছিলেন। আর এবারও অভিনয়গুণে ছোটপর্দাতেই একের পর এক ধারাবাহিক এর মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। সীমারেখা, গোয়েন্দা গিন্নি এই ধারাবাহিকগুলোতে তার অভিনয় দর্শকদের কাছে প্রশংসিত হয়েছে।
সম্প্রতি স্টার জলসার ‘শ্রীময়ী’ ধারাবাহিক শেষ হয়েছে। এই ধারাবাহিকে শ্রীময়ী অর্থাৎ ইন্দ্রানী হালদারের অভিনয় নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। তবে এবার তিনি ছোটপর্দা থেকে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন বলে শোনা গেছে। পরিচালক মৈনাক ভৌমিকের হাত ধরে তিনি আবার বড় পর্দায় ফিরছেন। এই ছবিতে তার সাথে অভিনয় করবেন আরেক জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। ইন্দ্রানীর অভিনয়ের সাথে সাথে তার সাজসজ্জা ও রূপের প্রশংসা করেন অনুরাগীরা।
বেশিরভাগ সময়ে তাকে শাড়িতে দেখা যায়। তবে এবার ঠিক উল্টো ঘটনা ঘটলো। ইন্দ্রানীর একটি ভাইরাল ভিডিও দেখে হতবাক হয়েছেন তার সকল অনুরাগীরা। যদিও ভিডিওটি আজকের নয় দু বছরের পুরনো। কিন্তু আবার সেটি নতুনভাবে ভাইরাল হতে শুরু করেছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে লাল-কালো নেটের পোশাকে সেজেছেন ইন্দ্রানী। আবার নানা রকম আলোয় ভরা স্টেজে ‘লায়লা মে লায়লা’ গান গাইতে গাইতে নাচছেন তিনি। যদিও গান এবং নাচ কোনটাই ভালো হয়নি।
এই নাচের সময় স্টেজ এর মধ্যে তাকে স্কার্ট খুলতেও দেখা গিয়েছে। এরপরে অনেকে অভিনেত্রীর এমন কাজ নিয়ে কটাক্ষ করেছেন। তিনি যে এরকম নাচ, গান করবেন তা কেও প্রত্যাশা করতে পারেন না। আসলে শিল্পীরা অভিনয়ের পাশাপাশি মাঝেমধ্যেই বিভিন্ন জায়গায় মাচা করতে চান। অভিনেত্রী ইন্দ্রানী এক্ষেত্রে ব্যতিক্রম নন। আসলে মানুষকে বিনোদন দেওয়া তাদের একমাত্র কাজ, একদিকে অভিনয় এর সাথে নিজেদের আর্থিক পরিস্থিতি আরো ভালো করার জন্যেই মাচার ওপর নির্ভর করেন শিল্পীরা।