গোটা দেশে এখন একটাই আলোচনা, আর তা হল শাহরুখ খানের (Shahrukh Khan) ‘পাঠান’। পাড়ার মোড়ের চায়ের দোকান থেকে ফিল্ম ক্রিটিকদের জলসা, সবেতেই এখন রাজ করছে ‘পাঠান'(Pathan)। ভালো খারাপ সব মিলিয়েই ছবিটি এখন লাইমলাইটে।
আর তারপর থেকেই সামাজিক মাধ্যমে উঠে এসেছে শাহরুখ সংক্রান্ত নানান ধরনের তথ্য। কোনটা তার ব্যক্তিগত জীবন সম্পর্কে তো কোনটা আবার তার কর্মজীবন নিয়ে। আজকের প্রতিবেদনে আমরা জানাবো শাহরুখের বিলাসবহুল জীবনযাপনের একটা ছোট্ট নমুনা।
বলিউডের কিং খানের ঐশ্বর্য সম্পর্কে তো সকলেই জানেন। তার বাড়ি এবং গাড়ির কালেকশনের কথা কারোরই অজানা নয়। তবে সম্প্রতি সংবাদ শিরোনামে এসেছে অভিনেতার ভ্যানিটি ভ্যানটি। তো চলুন জেনে নিই কী এমন রয়েছে বলিউড বাদশার ভ্যানিটি ভ্যানে।
প্রথমেই বলে রাখি, এই ভ্যানিটি ভ্যান ‘ভলভো বি আর ৯’ কোনো প্রাসাদের চেয়ে কম নয়। গাড়িটির দাম প্রায় ৪ কোটি টাকা। এটি ডিজাইন করেছে, বিখ্যাত অটোমোবাইল ডিজাইনার দিলীপ ছাবরিয়া। শাহরুখের আরামের কথা ভেবে সবরকম ব্যবস্থা রাখা হয়েছে এখানে।
এখানে রয়েছে শাহরুখের পছন্দের ইলেকট্রিক চেয়ার। পাশাপাশি স্নানের জন্য অটোমেটিক শাওয়ার। তাছাড়া এই ভ্যানে একটি ওয়ার্ডরোব এবং মেকাপ করার জন্য আলাদা জায়গাও রয়েছে। শুধু কী তাই? শাহরুখের এই ভ্যানে রয়েছে জিম করার সুবন্দোবস্ত। এবং অবসর সময় কাটানোর জন্য টিভি অবধি রয়েছে এখানে।
ভ্যানিটিতে একটি ছোট ডাইনিং এরিয়া আছে। পাশাপাশি বলে রাখি, এই ভ্যানিটি ভ্যানের মেঝে সম্পূর্ণ কাঁচের তৈরি। যার মধ্যে ব্যাকলিটও রয়েছে। এর সিলিং কাঠ দিয়ে সজ্জিত। গাড়িটিকে দেখতে বাসের মত হলেও, এতে অনেকখানি জায়গা রয়েছে। গাড়ি পার্ক করার পর আরো কিছুটা জায়গা এক্সটেন্ড করা যায় এতে।