Inspirational Story

Additiya

রাখাল বাড়ির ৮ মেয়েই জাতীয় খেলোয়াড়, যার ৫ জন কনস্টেবল, নজিরবিহীন উদাহরণ দেখে গর্বিত গোটা দেশ

রাজস্থান (Rajasthan) আজও এ রাজ্যে মেয়ে জন্মানো অভিশাপের সমান। সেই রাজ্যে যথেষ্ট নিচু চোখে দেখা হয় নারী সমাজকে। অথচ এ রাজ্যেই এমন এক ঘটনা ঘটল যা সকলকে অবাক করে দিয়েছে। আজ আপনাদের জানাবো চুরু জেলার কথা। একই পরিবারে জন্ম হয় ৮ কন্যা সন্তানের। তিন ভাইয়ের যৌথ পরিবারে বহু কষ্ট করেই বড় হন তাঁরা। বর্তমানে এই ৮ জনই জাতীয় খেলোয়াড়(National Player)।

   

১.সরোজ : সরোজের বাবার নাম দেবকরণ। তিনি পেশায় কৃষক। ছাগল এবং ভেড়া প্রতিপালন করেই মেয়েদের মানুষ করেছেন তিনি। এই সরোজ খেলার জগতে প্রায় ৩০ টিরও বেশি স্বর্ণপদক পেয়েছেন। বর্তমানে তিনি একজন সৈনিক হিসেবে কাজ করছেন।

২.সুমন : দেবকরণের দ্বিতীয় কন্যসন্তান সুমন। তিনি অ্যাথলেটিক্সের জাতীয় পর্যায়ের খেলোয়াড়। একাধিক পুরস্কার রয়েছে তাঁর ঝুলিতে।

৩. কমলেশ : দেবকরণের কনিষ্ট কন্যা কমলেশ। তাঁর ঝুলিতে রয়েছে ৬ টি জাতীয় স্তরের পদক। বর্তমানে পুলিশ কনস্টেবেল পদে কর্মরত তিনি।

৪.কৈলাশ : দেবকরণের ভাই শিশুপালের জ্যেষ্ঠ কন্যা কৈলাশ। তিনি একজন অ্যাথলেটিক্স। বর্তমানে জয়পুরের কনস্টেবেল পদে কর্মরত তিনি।

৫. সুদেশ : শিশুপালের আর এক কন্যা সুদেশ। বর্তমানে তিনি পুলিশ কন্সটেবেল পদে কর্মরত। তিনিও একজন অ্যাথলেটিক্স।

৬. নিশা : নিশাও শিশুপালের কন্যা। জাতীয় স্তরে খেলায় অংশগ্রহণ করেছেন তিনি। খেলেছেন জেলা স্তরেও। তাঁর ঝুঁলিতে রয়েছে ২০ টি পদক।

৭. পূজা : শিশুপালের কনিষ্ঠ কন্যা পূজা। খেলাধুলায় মোট ৫ টি পদক জিতেছেন তিনি।

৮. সুমিত্রা : দেবকরণের ছোট ভাই রামস্বরূপের কন্যা সুমিত্রা। তিনিও একজন অ্যাথলেটিক্স। বর্তমানে RAC কনস্টেবল পদে কর্মরত তিনি।

চুরু জেলার এই ৮ কন্যা এমন এক কাজ করে দেখিয়েছেন যা সত্যিই বিস্ময়কর। রাজস্থানের মত রাজ্যে জন্ম হয়েও যে কাজ করে দেখিয়েছেন এই ৮ কন্যা তা সত্যি নজিরবিহীন।