Insurance

Insurance: ইন্স্যুরেন্স প্ল্যান নিয়ে চিন্তা ছাড়ুন, এবার বীমা খাতে আসতে চলেছে বিরাট পরিবর্তন!

নিউজশর্ট ডেস্ক: সাধারণ মানুষের সুবিধা অসুবিধার কথা মাথায় রেখে ইন্সুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া সমস্ত বীমা পলিসি অনলাইনে এক জায়গায় দেওয়ার জন্য পরিকাঠামো গঠন শুরু করেছে। বিমা(Insurance) নিয়ন্ত্রক ইন্সুরেন্স রেগুলেটরি এন্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া ইলেকট্রনিক মার্কেটপ্লেস বীমা সুগম বা ডিজিটাল পাবলিক পরিকাঠামোর ওপর একটি ড্রাফট জারি করেছে।

সাধারণভাবে বলতে গেলে এটিকে একটি ওয়ান স্টপ সলিউশন বা প্রটোকল হিসেবে বিবেচনা করা যেতে পারে। যেটির ওপর ভিত্তি করে বীমা পলিসির ক্রয় বিক্রয় পরিষেবা এবং দাবি নিষ্পত্তি থেকে সবকিছুই পরিচালনা করা যেতে পারে। খুব শীঘ্রই এটি চালু হতে পারে।

মনে করা হচ্ছে, চলতি বছরের জুন মাসে এটি লঞ্চ হতে পারে। এর আগে বিমা নিয়ন্ত্রক ২০২৩ সালের জানুয়ারিতে এটি চালু করার পরিকল্পনা করেছিল। যদিও সাময়িক দেরি হয়ে জুন মাসে এটি চালু হতে পারে। আসলে আইআরডিএআই একটি একক নীতি আনার জন্য কাজ শুরু করছে যা স্বাস্থ্য জীবন এবং সম্পত্তি বীমা কভার করবে।

আরও পড়ুন: Health Insurance: জটিল রোগ হলেও থাকুন টেনশন ফ্রি, এই বিশেষ স্বাস্থ্য বীমা খেয়াল রাখবে রোগী ও পরিবারের

এই বিমা সুগম এমন একটি প্লাটফর্ম হবে যেটি বীমা কোম্পানি গ্রাহক এবং মধ্যস্তত্তাকারীরা ব্যবহার করতে পারবে। সবার কাজেই এটি বেশ উপকার করবে। বিশেষজ্ঞদের মতে আগামী দিনে বিমাশিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে চলেছে এই বিমা সুগম। ইউপিআই যেভাবে অর্থ প্রদানের ক্ষেত্রে পরিবর্তণ এনেছে ঠিক সেভাবেই বিমা সুগম একইভাবে বীমা খাতে পরিবর্তন আনবে।

Term Insurance

এর ফলে বীমা কোম্পানিগুলোর খরচ কমবে এবং পণ্যের দাম কম হবে বলে আশা করা হচ্ছে। এই সমস্ত জীবন বীমা, স্বাস্থ্য বীমা এবং সাধারণ বীমা সহ সমস্ত ধরনের বীমা পণ্য অনলাইন প্লাটফর্মে পাওয়া যাবে। মূলত এই কাজের উদ্দেশ্য হল সাধারণ মানুষকে যাতে বিভিন্ন সেক্টর থেকে বীমা পলিসি খুঁজতে না হয়। যে কোন একটি কোম্পানিতে গিয়ে নিজের পছন্দমত পলিসি কিনে নেওয়া যায়। এই সমস্ত দিক বিবেচনা করেই এই বীমা সুগম গঠন করা হচ্ছে।

Papiya Paul

X