Investment Plan

আর সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা নেই! রোজ মাত্র ১৫০ টাকা ইনভেস্ট করলে মিলবে ২৩ লাখ

নিউজশর্ট ডেস্কঃ শুধুমাত্র টাকা উপার্জন নয়, ভবিষ্যতে নিজেদের সুরক্ষার জন্য টাকা সঞ্চয়(Savings) করা একান্ত প্রয়োজন। সুরক্ষার পাশাপাশি পরিবার এবং সন্তানের সুরক্ষার জন্য অর্থ জমাতে হয়। আর তাই সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষেরা বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ(Investment) করতে শুরু করে দেন। তবে অনেকেই ভবিষ্যতে সন্তানের লেখাপড়ার খরচ নিয়ে চিন্তিত থাকেন। এর কারণ আগামী দিনে খরচ যে কত শতাংশ বাড়বে তা হিসেব করে বলা যায় না।

তবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ শুরু করতে পারলে মোটা টাকা জমানো যায়। আর মোটা টাকা রিটার্ন পাওয়ার জন্য প্রত্যেক মাসে প্রচুর অর্থ জমাতে হবে এমন কিন্তু নয়। অল্প পরিমাণে সঞ্চয় করেও দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে পারলেই মোটা রিটার্ন মিলবে। যদি কারো সন্তানের বয়স ২০২৪ সালে ৩ বছর হয়ে থাকে তাহলে তিনি ভবিষ্যতের জন্য ২২ লক্ষ টাকার একটি ম্যাচিউরিটি ফান্ড গড়ে তুলতে পারেন। আর এই ম্যাচুরিটির সময় তার সন্তানের ১৮ বছর বয়স পর্যন্ত হয়ে যাবে।

এর জন্য কি করতে হবে? পরিকল্পনামাফিক টাকা বিনিয়োগ করতে হবে। আর এই টাকা ভবিষ্যতে সন্তানের শিক্ষার জন্য ব্যবহার করা যাবে। এই SIP-এর মাধ্যমে মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করা হয়। তবে এই মিউচুয়াল ফান্ডগুলো যেহেতু বাজারের সঙ্গে যুক্ত তাই একটু ঝুঁকি সবসময় থাকে। কিন্তু যেহেতু মিউচুয়াল ফান্ডগুলো যোগ্য তহবিল পরিচালকের দ্বারা পরিচালিত হয়ে থাকে। তাই অর্থ হারানোর সম্ভাবনা অনেক কম।

Business Idea

আরও পড়ুন: দামে কম, মানেও ভালো, বিদ্যুৎ ছাড়াই নিমেষেই হবে জল গরম, আধুনিক গিজার আনলো Bajaj

আর এক্ষেত্রে বাজারের উপর যেহেতু পুরোটাই নির্ভর করে তাই বাজার খারাপ থাকলেও যখন ভালো থাকবে তখন ভারসাম্য বজায় চলে আসবে। এই এসআইপির মাধ্যমে যত দীর্ঘ মেয়াদে টাকা বিনিয়োগ করা যাবে ততই ভালো রিটার্ন পাওয়া যাবে। চলুন তাহলে ২২ লাখ টাকা রিটার্ন পাবার জন্য কত টাকা ইনভেস্ট করতে হবে সে সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Business Idea

এক্ষেত্রে দৈনিক ১৫০ টাকা থেকে বিনিয়োগ করতে হবে। এর মানে প্রত্যেক মাসে ৪৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। যেটি এক বছরে গিয়ে দাঁড়াবে ৫৪ হাজার টাকা। আর এই বিনিয়োগ একটানা ১৫ বছরের জন্য করতে হবে। এক্ষেত্রে এসআইপিতে আপনার বিনিয়োগ গিয়ে দাঁড়াবে ৮ লক্ষ ১০ হাজার টাকা। আর দীর্ঘমেয়াদী বিনিয়োগে বার্ষিক ১২ শতাংশ রিটার্ন দিতে পারে এসআইপি। অর্থাৎ ১২ শতাংশ রিটার্নের হিসাবে ১৫ বছরে সুদ গিয়ে দাঁড়াবে ১৪ লক্ষ ৬০ হাজার ৫৯২ টাকা।

আরও পড়ুন: চেক বই ব্যবহারের আগে জেনে নিন এই ৭ নিয়ম! নাহলে নিমেষেই ফাঁকা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

আর এর সঙ্গে যুক্ত হবে আপনার বিনিয়োগের পরিমাণ যেটি যোগ করলে মোট গিয়ে দাঁড়াবে ২২ লক্ষ ৭০ হাজার ৫৯২ টাকা। তবে আরেকটি জিনিস মনে রাখতে হবে এসআইপি যেহেতু বাজারগত ঝুঁকি সাপেক্ষ। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই একজন আর্থিক উপদেষ্টার সঙ্গে ভালোমতো পরামর্শ করে নিতে হবে। কারণ যে এসআইপিতে ভালো রিটার্ন পাওয়া যায় সেটিতেই বিনিয়োগ করা উচিত।

Papiya Paul

X