নিউজশর্ট ডেস্কঃ শুধু অর্থ উপার্জন নয়, আর্থিক বিশেষজ্ঞদের মতানুযায়ী, নিজের উপার্জনের অর্থ থেকে কিছু অর্থ অবশ্যই সঞ্চয় করা উচিত। যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। বহু মানুষ মোটা টাকা রিটার্নের আশায় বিভিন্ন জায়গায় অর্থ বিনিয়োগ(Investment) করে থাকেন। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায়, ম্যাচিউরিটির পরে মোটা টাকার রিটার্ন আসে না।
তাই মনে করা হয়, সরকারি প্রতিষ্ঠান অর্থাৎ ব্যাঙ্ক কিংবা পোস্ট অফিসে অর্থ বিনিয়োগ করলে মোটা টাকা রিটার্ন পেতে পারেন। এখানে ঠকে যাওয়ার কোনরকমের ভয় নেই। এমনকি আপনার অর্থ পুরো সুরক্ষিত থাকবে। এক্ষেত্রে আপনি রেকারিং ডিপোজিটে টাকা বিনিয়োগ করতে পারেন।
সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে এই রেকারিং ডিপোজিটে সুদের হার বাড়ানো হয়েছে। এই রেকারিং ডিপোজিটের মেয়াদ থাকে পাঁচ বছর। এখানে সুদের হার দেওয়া হয় ৬.৫%। ধরুন কোন ব্যক্তি প্রত্যেক মাসে ৬০০০ টাকা করে বিনিয়োগ করেন। তাহলে মেয়াদ শেষে তিনি কত টাকা রিটার্ন পাবেন?
বলে রাখা ভালো, পোস্ট অফিসের(Post Office Scheme) রেকারিং ডিপোজিটের মেয়াদ ১০ বছর পর্যন্ত করা হয়েছে। আপনি এখানে মাত্র ১০০ টাকা দিয়েও বিনিয়োগ শুরু করতে পারেন। বিনিয়োগের সর্বোচ্চ কোন সীমা নেই। আপনি চাইলে যত খুশি অর্থ বিনিয়োগ করা যায়।
যদি কেউ প্রত্যেক মাসে ৬০০০ টাকা করে বিনিয়োগ করলেন। তাহলে সেক্ষেত্রে ১০ বছর পর তার মোট বিনিয়োগের পরিমাণ হবে ৭ লক্ষ ২০ হাজার টাকা। এর সাথে ৬.৫ শতাংশ সুদ যুক্ত হবে। অর্থাৎ ম্যাচিউরিটির পর তিনি সুদ হিসেবে পাবেন ২,৯৩,৯২৮ টাকা। আর ১০ বছর পর আপনি পেতে পারবেন ১০,১৩,৯২৮ টাকা।।