Post Office

anita

Post Office: পোস্ট অফিসের এই স্কিমে ৯,৯৯৯ টাকা করে বিনিয়োগে মিলবে ৯ লক্ষ টাকা! এই স্কিম হাতছাড়া করলেই বিরাট মিস

নিউজ শর্ট ডেস্ক: সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের তরফে জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য ছোট সঞ্চয় প্রকল্পে সুদের হারে পরিবর্তন আনার কথা ঘোষণা করা হয়েছে। এই সুদের হার পরিবর্তনের সাথেই ৫ বছরের রেকারিং ডিপোজিটকে আরও বেশি আকর্ষণীয় করে তোলা হয়েছে।

   

সরকার তার সুদের হার বৃদ্ধি করার পর এখন পোস্ট অফিসে (Post Office) জমা দেওয়া টাকার ওপর ৬.২ শতাংশের বদলে ৬,৫ শতাংশ বেশি সুদ পাওয়া যাবে। এছাড়াও ১ বছর অথবা ২ বছরের টাইম ডিপজিটের উপরেও ১০ বেসিস পয়েন্ট বৃদ্ধি করা হয়েছে।

এটি এমন একটি বিনিয়োগ প্রকল্প যা মধ্যবর্তী সময়ের বিনিয়োগকারীদের জন্য তৈরী। এক্ষেত্রে বছরে ৬,৫ শতাংশ হারে সুদ পাওয়া গেলেও গণনা হয় ত্রৈমাসিক কমপাউন্ডিং এর উপর ভিত্তি করে।

পোস্ট অফিস,Post Office,প্রকল্প,Scheme,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

আরও পড়ুন: জিও অতীত! এবার সব্বাইকে টেক্কা দিতে আসছে মুকেশ আম্বানির ‘হনুমান’

নূন্যতম ১০০ টাকা এবং তার পরে ১০০ টাকার  গুণাঙ্কের  যে কোনো অংকের টাকা জমা করা যায়। এখানে বলে রাখি পোস্ট অফিসের এই  রেকরিং ডিপজিট ৫ বছরের জন্য করা যায়। পরবর্তীতে এটি দু’বার করে ৫ বছরের জন্য বাড়ানো যেতে পারে। তবে মনে রাখতে হবে  প্রকল্পের মেয়াদ বাড়ানো হলেও পুরোনো সুদের হারই বজায় থাকবে।

পোস্ট অফিসের আরডি ক্যালকুলেটর অনুযায়ী, যদি কোন বিনিয়োগকারী যদি প্রতি মাসে ১০ হাজার টাকা করে জমা করতে পারেন তাহলে পাঁচ বছরে  তিনি  ৭ লাখ ১০ হাজার টাকা পাবেন। এক্ষেত্রে তাঁর জমা করা মোট টাকার পরিমাণ হবে ৬ লক্ষ টাকা এবং আর সুদের টাকা হবে প্রায় ১ লাখ ১০ হাজার টাকা।

পোস্ট অফিস,Post Office,প্রকল্প,Scheme,Bangla Khobor,বাংলা খবর,Bengali Khobor,Bangla,Bengali

যদি কেউ পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট এর  অ্যাকাউন্ট খুলতে চান তাহলে তিনি যদি ১-১৫তারিখের মধ্যে অ্যাকাউন্ট খোলেন প্রত্যেক ১৫ তারিখের মধ্যেই টাকা জমা করতে হবে। আর কেউ যদি ১৫ তারিখের পরে কোন মাস খোলা যায় তাহলে মাস শেষ তারিখ পর্যন্ত টাকা জমা করা যাবে।

তাড়াহুড়ো করলেই হবে ক্ষতি: 

১২ টি কিস্তিতে টাকা জমাকরতে পারলে  লোনের সুবিধাও পাওয়া যায়। এমনকি সুদের  আরডি অ্যাকাউন্টের সুদের হারের থেকে ২ শতাংশ বেশিও হবে। যদি অ্যাকাউন্ট ৫বছর থেকে ১ দিন আগেও বন্ধ করা হয়, তাহলেও অ্যাকাউন্টের সুদের লাভ পাওয়া যায়।