Pension Scheme

Pension Scheme: এই স্কিমে প্রতি মাসে মিলতে পারে ১ লাখ টাকা, শুধু করতে হবে এভাবে বিনিয়োগ

নিউজশর্ট ডেস্কঃ অবসর জীবনে কোথা থেকে টাকা আসবে? কিভাবে জীবনযাপন করা যাবে? এরকম নানা প্রশ্ন মানুষের মনে থেকেই যায়। তাই অবসর জীবনে পেনশনের সুবিধা(Pension Scheme) থাকলে সবথেকে বেশি উপকার পাওয়া যায়। তবে কোথায় বিনিয়োগ করলে সবথেকে বেশি লাভ হবে সেই সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া দরকার।

ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করলে অনেক সুবিধা পাওয়া যায়। দীর্ঘমেয়াদে পেনশনের জন্য এই স্কিম খুব জরুরী। সরকারের পাশাপাশি বেসরকারি কর্মচারীরাও এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। এরপর মেয়াদ শেষে বিনিয়োগের একটা অংশ আপনাকে দেওয়া হবে এবং বাকিটা পেনশন হিসেবে রিটার্ন পাবেন।

এই স্কিমে যত কম বয়সে বিনিয়োগ করা যায় ততই ভালো। বিশেষজ্ঞদের মধ্যে ঠিকঠাক যদি বিনিয়োগ করা যায় তাহলে এই এনপিএস থেকে প্রত্যেক মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায়। ধরুন, একজন বিনিয়োগকারী যদি ৪০ বছর বয়সে এনপিএস স্কিমে বিনিয়োগ শুরু করেন। তাহলে তার বিনিয়োগের মেয়াদ থাকবে ৬০ বছর পর্যন্ত।

Pension Scheme

আরও পড়ুন: Money Savings: অল্প টাকা রোজগার করেও মোটা টাকা সঞ্চয় করা যায়, মানতে হবে এই স্পেশ্যাল ট্রিকস

আর ১ লাখ টাকা মাসিক পেনশনের জন্য তাকে প্রত্যেক মাসে ৬৬ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। এক্ষেত্রে টানা ২০ বছর পর্যন্ত তিনি মোট বিনিয়োগ করবেন ১.৫৮ কোটি টাকা। এরপরে বার্ষিক ১০ শতাংশ রিটার্ন ধরলে তার লাভ হবে ৩.৪৬ কোটি টাকা।

savings plan for pension scheme for the poor people

এরপর ২০ বছর পর এনপিএস ফান্ডে টাকা হবে ৫.০৫ কোটি টাকা। মেয়াদপূর্তির পরে এই ফান্ড থেকে ৬০% পর্যন্ত টাকা তুলে নেওয়া যায়। বাকি টাকা থেকে প্রত্যেক মাসে ৬ শতাংশ বার্ষিক সুদ পেলে ১.০১ লক্ষ টাকা পেনশন আসবে। আর  স্কিমের আরো একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল ধারা ৮০সিসিডি(১), ৮০সিসিডি(২) এবং ৮০সিসিডি(১বি)-র আওতায় বার্ষিক ২ লক্ষ টাকা পর্যন্ত করছাড় পাওয়া যায়।

Papiya Paul

X