Investment

Investment: বাড়িতে বসেই মহিলাদের ইনকাম করার সুবর্ণ সুযোগ! মাসে ৫০০ টাকা জমিয়ে পেতে পারেন ৫ লাখ টাকা!

নিউজশর্ট ডেস্কঃ প্রত্যেকটি পরিবারের গৃহবধূরাই নিজেদের সংসার করার খরচ থেকে একটা মোটা টাকা আলাদা করে সঞ্চয় করে রাখেন। পরবর্তীকালে এই সঞ্চিত অর্থ বিভিন্ন আর্থিক প্রয়োজন মেটাতে সাহায্য করে। তবে বিশেষজ্ঞরা মনে করেন এই সঞ্চিত অর্থ ঘরে না জমিয়ে কোথাও বিনিয়োগ(Investment) করা ভালো।

এখন কম পয়সার বিভিন্ন রকমের স্কিম রয়েছে।যেখানে প্রত্যেক মাসে মাত্র ৫০০ টাকা বিনিয়োগ করা যায়। আর এই স্কিম থেকে কয়েক বছরের মধ্যে কয়েক লক্ষ টাকা রিটার্ন পেয়ে যাবেন গৃহবধূরা। আজকের এই প্রতিবেদনে এই স্কিম সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করবো।

ধরুন গৃহবধূরা এসআইপিতে প্রত্যেক মাসে মাত্র ৫০০ টাকাও বিনিয়োগ করেন। এই এসআইপির মাধ্যমে বিভিন্ন মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করা যায়। এক্ষেত্রে দীর্ঘমেয়াদে গড় রিটার্ন ১২ শতাংশ হিসেবেই বিবেচিত হয় এবং যেটি অন্য কোন স্কিমের চেয়ে অনেক ভালো। যদিও এর মধ্যে ঝুঁকি  থাকে।

Investment

আরও পড়ুন: Business Idea: স্বামী-স্ত্রী দুজনে মিলে শুরু করুন ইউনিক ব্যবসা, এই ৩ ধরনের পাতা চাষে ইনকাম মুঠো মুঠো টাকা

এক্ষেত্রে কেউ যদি ১০ বছরের জন্য প্রত্যেক মাসে ৫০০ টাকা করে বিনিয়োগ করেন। তাহলে তার মোট বিনিয়োগ হবে ৬০ হাজার টাকা এবং শুধুমাত্র সুদের থেকে তিনি পাবেন ৫৬ হাজার ১৭০ টাকা। আর সব মিলিয়ে রিটার্ন পাবেন ১ লক্ষ ১৬ হাজার ১৭০ টাকা। আর এই বিনিয়োগ যদি ২০ বছর ধরে চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে মোট বিনিয়োগ হবে ১,২০,০০০ টাকা। আর সুদ হবে ৩,৭৯,৫৭৪ টাকা৷ আর এক্ষেত্রে মোট রিটার্ন আসতে পারে ৪,৯৯,৫৭৪ টাকা অর্থাৎ প্রায় ৫ লক্ষ টাকা পাওয়া যাবে।

 

Avatar

Papiya Paul

X