নিউজশর্ট ডেস্কঃ এখন বিনিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র ব্যাংক বা পোস্ট অফিস নয়। মিউচুয়াল ফান্ড(Mutual Fund) এবং শেয়ার মার্কেটের উপরেও বহু মানুষ অর্থ বিনিয়োগ(Investment) করে থাকে। এখানে যেহেতু মোটা টাকা রিটার্ন পাওয়া যায়। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ অর্থ বিনিয়োগ করেন। মিউচুয়াল ফান্ডে প্রত্যেক মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখা হয়। এরপর মেয়াদ শেষে সুদ সমেত রিটার্ন পাওয়া যায়।
তবে এসআইপিতে টাকা বিনিয়োগ করলে যদি বিনিয়োগকারীর মৃত্যু ঘটে তাহলে কি হবে? বিনিয়োগকারীর পরিবারকে কি সেই এসআইপি চালিয়ে যেতে হবে? এই প্রসঙ্গে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে এই পুরো বিষয়টি নির্ভর করছে নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড এবং বিনিয়োগকারীর মধ্যে চুক্তির ওপরে। এক্ষেত্রে এসআইপি শুরুর পরে বিনিয়োগকারীর মৃত্যু যদি হয়, তাহলে চুক্তিতে কি রয়েছে? মৃত ব্যক্তির সম্পত্তি থেকে এসআইপি দেওয়ার বিধান থাকবে কিনা এই ধরনের পরিস্থিতিতে কি নিয়ম রয়েছে সেই সমস্ত কিছু দেখা হবে।
তবে এসআইপি যে চালিয়ে যেতে হবে সেরকম কোন নিয়ম নেই। বিনিয়োগকারী বেঁচে থাকাকালীনই তার এসআইপি বন্ধ করে দিতে পারেন। এজন্য আলাদা করে কোন জরিমানা দিতে হয় না। যেকোনো সময়ে টাকা তুলেও নেওয়া যায়। তবে এসআইপির জন্য অটো পে যদি চালু থাকে তাহলে মিউচুয়াল ফান্ড এমএসসি স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রত্যেক মাসে এসআইপির জন্য টাকা কেটে নেবে অর্থাৎ এক্ষেত্রে যদি বিনিয়োগকারীর মৃত্যু হয় তাহলে অটো পে-তে এসআইপি চালু থাকবে।
সাধারণত যৌথ বিনিয়োগ হলে একজন বিনিয়োগকারীর যদি মৃত্যু হয়, তাহলে মিউচুয়াল ফান্ডের সমস্ত হোল্ডিং দ্বিতীয় মালিকের কাছে হস্তান্তর করা হয়। আর যদি একা কোন বিনিয়োগকারী থাকেন তাহলে সমস্ত কিছু নমিনিদের কাছে চলে যায়। আর যদি নমিনি না থাকে সেক্ষেত্রে সমস্ত হোল্ডিং আইনি উত্তরাধিকারীদের দিয়ে দেওয়া হবে। এসআইপির বকেয়া না থাকলে যে কোন সময় রিডিম করা যায়।
মিউচুয়াল ফান্ডের ধরনের ওপর এই বিষয় নির্ভর করে। কারণ মিউচুয়াল ফান্ডের বেশ কিছু ন্যূনতম লক ইন পিরিয়ড থাকে। সেক্ষেত্রে রিডিম করলে জরিমানা দিতে হতে পারে। তাই লক ইন পিরিয়ড না থাকলে ভালো, যদি থাকে তাহলে সময়ের পর কিছু নথিপত্র জমা দিয়ে নমিনি বা আইনি উত্তরাধিকারীর কাছেও সমস্ত অর্থ তুলে দেওয়া হবে।