Arijit

“ওদের কোন দায়িত্ববোধ নেই”, বিরাট-রোহিতকে একযোগে আক্রমন প্রাক্তন পাক অধিনায়কের

টেস্টের প্রথম দিনের প্রথম এক ঘন্টায় ইংল্যান্ডের পিচ এবং পরিবেশে ব্যাটিং করা যে কতটা মুশকিল সেটা আর আলাদা করে বলার প্রয়োজন হয় না। তবে সেই মুশকিল সময়টা যদি কোন ব্যাটসম্যান কাটিয়ে দিতে পারে অর্থাৎ কোন ব্যাটসম্যান যদি প্রথম 1 ঘন্টা ক্রিজে টিকে থাকতে পারেন তাহলে তারা রান করতে অসুবিধা হয় না। তিনি একাই টেনে নিয়ে যেতে পারেন দলকে। কঠিন পরিস্থিতিতে ক্রিজে টিকে থেকে আইসেট হওয়ার পরও যদি কোন ব্যাটসম্যান ব্যাট হাতে ব্যর্থ হয়ে প্যাভিলিয়নে ফিরে যায় তাহলে সেটা সেই দলের পক্ষে বিপদ বলে মনে করছেন প্রাক্তন বিশেষজ্ঞরা। তাদের মতে তাহলে সেই দলের ঘুরে দাঁড়ানো কিছুটা মুশকিল হয়ে পড়ে।

   

লিডসে ভারত বনাম ইংল্যান্ড এর তৃতীয় টেস্ট ম্যাচে এমনই ঘটনা ঘটলো। লিডসে ভারতীয় ব্যাটসম্যানরা যেভাবে ব্যাটিং করলেন তারপর ঠিক এই পরিস্থিতির কথায় স্মরণ করিয়ে দিলেন প্রাক্তন ক্রিকেটার ইনজামাম-উল-হক। প্রাক্তন পাক অধিনায়ক সরাসরি প্রশ্ন তুলেছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মার দায়িত্ববোধ নিয়ে। ইনজামামের প্রশ্ন একশোর বেশি বল খেলার পরেও রোহিত যদি সেট না হতে পারে তাহলে ওর সেট হতে আরও কত বলের প্রয়োজন?

নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, “105 বল খেলে মাত্র 19 রান করে আউট হল রোহিত। যখন কোন ব্যাটসম্যান এতগুলি বল খেলে ফেলে তখন তার পিচ সম্বন্ধে ধারনা হয়ে যায়। তখন তার উচিত শট খেলে বিপক্ষ বোলারদের ওপর চাপ সৃষ্টি করা। তবে রোহিত সেটাতে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছেন।” পাশাপাশি বিরাটের সমালোচনা করে ইনজামাম বলেন, “31 বল খেলার পরও বিরাট পিচের গতিপ্রকৃতি বুঝতে পারেনি। এই ম্যাচে বিরাটকে পুরোপুরি ভাবে বেঁধে রেখেছিল ইংরেজ বোলাররা। একবারের জন্যও বিরাট ইংল্যান্ডের বোলারদের ওপর চাপ সৃষ্টি করতে পারে নি।”