Arijit

করোনার জন্য পিছিয়ে যাচ্ছে আইপিএল ২০২২, শুরু হবে এই তারিখে

ইতিমধ্যেই দেশ জুড়ে আছর পড়েছে করোনা তৃতীয় ঢেও। যার কারণে ফের একবার সাধারণ মানুষের দৈইনন্দিন জীবনযাপনে এর প্রভাব পড়তে চলেছে। এর প্রভাব পড়তে চলেছে ক্রিড়া ক্ষেত্রেও। ইতিমধ্যে বেশ কয়েকটি রাজ্যের ঘরোয়া শিবিরে করোনা প্রবেশ করেছে। যার জেরে ইতিমধ্যেই বেশ কয়েকটি ঘরোয়া টুর্নামেন্ট স্থগিত করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

   

যেহেতু এই মুহূর্তে ক্রিকেটের মধ্যে করোনা প্রবেশ করেছে। এবং এখন দিনের পর দিন বেড়েই চলেছে করোনার কেস। সেই কথা মাথায় রেখে আইপিএল নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড।

আগামী ফেব্রুয়ারি মাসে 12 এবং 13 তারিখ বেঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলাম হওয়ার কথা ছিল এবং এবারের আইপিএল শুরু হওয়ার কথা ছিল আগামী 4 ই এপ্রিল থেকে। যেহেতু দেশজুড়ে করোনার কেস বেড়েই চলেছে এবং ক্রিকেটের মধ্যেও প্রবেশ করেছে করোনা। সেই কারণে মনে করা হচ্ছে আইপিএলের মেগা নিলাম এবং আইপিএল শুরুর তারিখ পিছিয়ে দিতে চলেছে বিসিসিআই।