Arijit

শুধুমাত্র আইপিএল ২০২১-এ ভালো পারফরম্যান্স করেই বিশ্বকাপে সুযোগ পেলেন এই তিন ক্রিকেটার

আর কয়েকদিন পরই সংযুক্ত আরব আমিরশাহীর মাটিতে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বেশির ভাগ দেশ। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল ভারত।

   

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তিনজন এমন ক্রিকেটার রয়েছেন যারা শুধুমাত্র আইপিএল 2021-এ ভালো পারফরম্যান্স করেই বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন।
আসুন দেখে নেওয়া যাক তাদের তালিকা:

সূর্য কুমার যাদব:- দীর্ঘ কয়েক বছর ধরে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সি গায়ে আইপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন সূর্য কুমার যাদব। আইপিএল 2021-এ মুম্বাইয়ের সাফল্যের কারণ ব্যাট হাতে সূর্যর অসাধারণ পারফরম্যান্স। আইপিএল 2021-এ ভালো পারফরম্যান্স করার সুবাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিলেন সূর্য কুমার যাদব।

ঈশান কিষান:- মুম্বাইয়ের জার্সি গায়ে সুযোগ পেয়েই সেটা কাজে লাগিয়েছেন এই তরুণ মারকুটে ব্যাটসম্যান। আইপিএল 2021-এ মারকুটে ব্যাটিং করে নির্বাচকদের নজর কেড়েছিলেন ঈশান কিষান।

বরুণ চক্রবর্তী:- আইপিএল 2021-এ কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে অসাধারণ বোলিং করেন এই ম্যাজিক স্পিনার। তাবড় তাবড় ব্যাটসম্যানরাও বরুণের স্পিন বুঝতে সমস্যায় পড়েছেন। বরুণের এই অসাধারণ বোলিং জায়গা করে দিল  টি-টোয়েন্টি বিশ্বকাপে।