পার্থ মান্নাঃ সবেমাত্র শেষ হয়েছে দুর্গাপুজো, এখনও উৎসবের রেশ কাটেনি বেশিরভাগ মানুষেরই। এরই মাঝে বড় সর পরিবর্তনের খবর দিল ভারতীয় রেল। কর্মসূত্রে হোক বা ভ্রমণের জন্য ট্রেনের ব্যবহার করেন গরিব, মধ্যবিত্ত থেকে বড়লোক সকলেই। বিশেষ করে উৎসবের মরশুমে টিকিট পাওয়া আরও বেশি মুশকিল হয়ে যায়। তাই অনেকেই আগে থেকে টিকিট বুক করে রাখতে পছন্দ করেন। কিন্তু এবার জানা যাচ্ছে আগাম টিকিট বুকিংয়ের নিয়মে ব্রসর্বদল ঘটে চলেছে।
দূরপাল্লার বা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটতে হলে আইআরসিটিসি এর মাধ্যমেই বুকিং করতে হয়। যাত্রার অনেকটা আগে থেকেই এই বুকিং করে নেওয়া যেত। এর ফলে শেষ মুহূর্তে টিকিট না পাওয়ার অনিশ্চয়তা থেকে যেমন মুক্তি পাওয়া যেত। তেমনি নিশ্চিত হওয়া যেত যে সিট কনফার্ম পাওয়া যাবেই। কিন্তু এবার সেই অগ্রিম বুকিংয়ের সময় কমে যাচ্ছে বলে জানা গেল। কতটা কমল? কত দিন আগে বুক করা যাবে টিকিট? সবটা জানাবো আজকের প্রতিবেদনে।
পাল্টে যাচ্ছে ট্রেনের টিকিট বুকিয়ের নিয়ম
এতদিন পর্যন্ত যে কোনো যাত্রার জন্য সর্বোচ্চ ১২০ আগে টিকিট বুকিং করে দেওয়া জেট। কিন্তু এবার জানা যাচ্ছে সেটা পাল্টে ৬০ দিন করে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখন আর ৪ মাস আগে টিকিট কাটা যাবে না, তার বদলে মাত্র ২ মাস আগেই টিকিট কাটতে পারবেন। আগামী ১লা নভেম্বর ২০২৪ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। তবে যারা ইতিমধ্যেই টিকিট কেটেছেন বা ১ লা নভেম্বরের আগে টিকিট কাটবেন তাদের কোনো অসুবিধা হবে না।
১লা নভেম্বর থেকে বদলাচ্ছে নিয়ম
IRCTC এর দেওয়া তথ্য অনুযায়ী গড়ে প্রতিদিন প্রায় ১২.৩৮ লক্ষ টিকিট বুকিং হয়। তবে এর মধ্যে অনেকেই অগ্রিম বুকিং করেন। এখন সর্বোচ্চ ১২০ দিন আগে টিকিট কাটা গেলেও শুরু থেকেই এমনটা ছিল না। অতীতে ২০১৫ সালে ৬০ দিন আগে পর্যন্ত টিকিট কাটা যেত। কিন্তু ১লা এপ্রিল সেই নিয়ম বদলে দেওয়া হয়। সেই সময় টিকিট বুকিং এজেন্টদের ক্ষতি হবে। এছাড়াও টিকিট ক্যানসেলেশন বাড়বে। পাল্টা রেলের যুক্তি ছিল সময় বাড়িয়ে দেওয়া হলে টিকিট বুকিং বাড়বে ফলে ক্যানসেল হলেও আদতে সুদ সহ রাজস্ব আদায় বাড়বে।
তবে, এবার এই নিয়মের বদল হচ্ছে। স্বাভাবিকভাবেই অগ্রিম বুকিংয়ের দিন সংখ্যা কমে গেলে রেলের আয় কমবে। যার ফলে IRCTC এর শেয়ারও প্রভাব বেশ লক্ষ করা যাচ্ছে। ইতিমধ্যেই আইআরসিটিসি এর শেয়ার ২% কমে ৮৭৫ টাকায় নেমে এসেছে।