IRCTC Internation Tourism Thailand Tour under Rs 50000

Partha

থাকা-খাওয়া থেকে ভিসা নিয়ে নো চিন্তা! সস্তায় পয়সা উসুল ‘থাইল্যান্ড ট্যুর প্যাকেজ’ আনল IRCTC

নিউজশর্ট ডেস্কঃ কাজের থেকে ছুটি পেয়ে কিংবা মনের ক্লান্তি কাটাতে ভ্রমণ (Travel) বাঙালির চিরকালই প্রিয়। তবে সবসময় কি আর দিঘা-পুরী-দার্জিলিং যেতে ভালো লাগে। বিশ্ব জয় করা বাঙালি স্বপ্ন দেখে বিদেশে ভ্রমণেরও (International Tour)। মাঝে বাঁধা হয়ে যায় বাজেট আর ভিসা পাওয়ার সমস্যা। তবে আর চিন্তা নেই, কারণ এবার বাজেট ফিট সুপারহিট ইন্টারন্যাশনাল ট্যুর প্যাকেজ নিয়ে হাজির আইআরসিটিসি (IRCTC International Tour Pakage)

   

বর্তমানে বাজারে যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সেখানে একবার খরচ করতে গেলে ১০ বার ভাবতে হচ্ছে সকলকেই। তাই এবার মধ্যবিত্তের বাজেটের মধ্যেই সুপারহিট ট্যুর প্যাকেজ আনল আইআরসিটিসি। এখন প্রশ্ন কোথায় ঘুরতে যাওয়া হবে? উত্তর হল থাইল্যান্ড। হ্যাঁ ৫০,০০০ টাকারও কমে মিলছে ব্যাচেলার বা কাপলদের প্রিয় ডেস্টিনেশন থাইল্যান্ড এর প্যাকেজ।

IRCTC থাইল্যান্ড ট্যুর প্যাকেজ

বিদেশ ভ্রমণের স্বপ্ন কমবেশি সকলেরই থাকে। তবে ৫০ হাজারেরও কমে থাইল্যান্ডের প্যাকেজ শুনেই খুশি হয়ে গিয়েছেন অনেকে। কতদিন থাকা কিভাবে যাওয়া আসা হবে? সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল আজকের প্রতিবেদনে।

Thailand Tourism
thailand tourism

আরও পড়ুনঃ ভুলে যান দার্জিলিং! উত্তরবঙ্গে মেঘ ছুঁতে চান? রইল স্বপ্নের মত সুন্দর পাহাড়ি গ্রামের হদিশ

যেমনটা জানা যাচ্ছে এই ট্যুরের শুরুটা হবে হায়দ্রাবাদ থেকে। অর্থাৎ আপনাকে যেদিন ভ্রমণের শুরু সেদিন হায়দ্রাবাদে নির্ধারিত জায়গায় পৌঁছে যেতে হবে। এরপর আপনারা কতজন যাচ্ছেন তার ওপর নির্ভর করে প্যাকেজের দাম। নিচে দামের একটা চার্ট দেওয়া হলঃ

কতজন যাবেভাড়া
একজন৫৭,৮২০ টাকা
দুইজন৪৯, ৪৫০ টাকা
বাচ্চাদের জন্য ৪২, ৪২০ থেকে ৪৭, ৪৪০ টাকা

বলে রাখা ভালো হায়দ্রাবাদ থেকে প্লেনে করেই ব্যাংকক পর্যন্ত নিয়ে যাওয়া হবে। আর প্লেনে করেই ফেরত আনা হবে। একইসাথে ভিসা, থাইল্যান্ড পৌঁছানোর পর সেখানে হোটেল ও খাবার পাওয়া যাবে। তবে যদি নির্ধারিত খাবারের সময় ছাড়া আলাদা খাবার খান বা কোথাও এক্সট্রা ঘুরতে যান সেই খরচ আপনার নিজস্ব।

কিভাবে IRCTC Thailand Tour বুকিং করবেন?

আপনি যদি এই ট্যুর প্যাকেজ বুক করতে চান তাহলে আপনাকে প্রথমেই আইআরসিটিসি টুরিজম এর অফিসিয়াল ওয়েবসাইটে (IRCRC Tourism) চলে যেতে হবে। সেখান থেকে “Treasures of Thailand Ex- Hyderabad (SHO12)” এই ট্যুরটি বেছে নিতে হবে। আগামী ২৫শে জুলাই এই ট্রিপ শুরু হবে। তবে চাইলে এর পরের তারিখও বেছে নিতে পারেন।