IRCTC Ayodhya Tour

IRCTC Ayodhya Tour: সস্তায় অযোধ্যা ঘোরার দারুণ ব্যবস্থা IRCTC-র, সঙ্গে বোনাস বেনারসে শিব দর্শন

নিউজশর্ট ডেস্কঃ অযোধ্যার রাম মন্দিরকে(Ayodhya Ram Mandir) নিয়ে এখন মেতে উঠেছে গোটা বিশ্ববাসী। গত ২২শে জানুয়ারি ভগবান রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আর এরপরেই ২০২৪ সালের ২৩ শে জানুয়ারি থেকে ভক্তদের উদ্দেশ্যে রাম মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রচুর পূর্ণার্থী রাম মন্দির দর্শনে বেরিয়ে পড়েছেন। আপনিও যদি রাম মন্দির দর্শন করতে চান তাহলে IRCTC আপনার জন্য নিয়ে এসেছে দুর্দান্ত প্যাকেজ(Ayodhya Tour Package)।

এই প্যাকেজে আপনি খুব অল্প বাজেটে, ঘুরে নিতে পারবেন পুরো অযোধ্যা শহর। চলুন তাহলে আইআরসিটিসির এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে গয়া-কাশি এবং প্রয়াগ রাজ ভায়া বেঙ্গালুরু সঙ্গে পবিত্র অযোধ্যা। এই প্যাকেজে আপনাকে গয়া-কাশি, প্রয়াগরাজ, সারনাথ ইত্যাদি জায়গার সাথেই অযোধ্যার রামনগরী দর্শন করার সুযোগ করে দেওয়া হবে।

এই প্যাকেজটি কবে থেকে শুরু হবে?

আইআরসিটিসি-র তরফ থেকে জানানো হয়েছে এই প্যাকেজটি ২৫ শে মার্চ ২০২৪ থেকে শুরু হচ্ছে এবং ৩০ শে মার্চ ২০২৪ পর্যন্ত চলবে। এক্ষেত্রে আপনি পাঁচ রাত ছয় দিন ঘোরার সুযোগ পাবেন। আর এই প্যাকেজটি একটি ফ্লাইট প্যাকেজ। এই প্যাকেজ বেঙ্গালুরু থেকে বারাণসী এবং বারানসী থেকে বেঙ্গালুরু নিয়ে আসবে। এক্ষেত্রে এই প্যাকেজের মধ্যে হোটেলে থাকার পাশাপাশি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং রাতের খাবার দেওয়া হবে।

Ayodhya Cheap Travel

আরও পড়ুন: IRCTC Tour Package: মালদ্বীপ ভুলে এবার ঘুরে আসুন আন্দামান, একদম সস্তার প্যাকেজ এনেছে IRCTC

কোথায় কিভাবে ঘোরানো হবে?

প্রথম দিন আপনাকে বেঙ্গালুরু থেকে বারাণসী নিয়ে আসা হবে। এরপর হোটেলে চেকিং করে গঙ্গা আরতি দেখানো হবে।  তারপরের দিন সেখান থেকে বুদ্ধগয়া নিয়ে গিয়ে ঘুরিয়ে আনা হবে। রাত কাটবে বুদ্ধগয়াতেই। তৃতীয় দিন গয়ার বিষ্ণপুর মন্দিরে পুজো দিয়ে বেনারসি নিয়ে আসা হবে। চতুর্থ দিন কাশি বিশ্বনাথ মন্দির এবং অন্নপূর্ণা মন্দির ঘোরানো হবে। এরপরে নিয়ে যাওয়া হবে সারনাথ। পঞ্চম দিনে সেখান থেকে অযোধ্যা আর ষষ্ঠ দিনে অযোধ্যা মন্দির, হনুমান গিরি, সীতা রসোই, দশরথ মহল সমস্ত কিছু দর্শন করিয়ে প্রয়াগরাজে রাত্রি বাস করানো হবে। আর সপ্তম দিনের ত্রিবেণী সঙ্গম, এলাহাবাদ ফোর্ট এবং পাতালপুরী মন্দির ঘুরিয়ে বেনারসে নিয়ে আসা হবে। তারপরেই বিমান ধরে বেঙ্গালুরুতে ফিরিয়ে আনা হবে।

কিভাবে বুক করবেন? খরচ কত?

প্রথমে আইআরসিটিসি ওয়েবসাইট https://irctctourism.com -এ গিয়ে লগ ইন করুন। তারপর চলে যান   https://www.irctctourism.com/pacakage_description?packageCode=SBA23 -এ। সেখানেই পেয়ে যাবেন ট্যুর সম্পর্কিত সমস্ত তথ্য। এছাড়া সরাসরি আইআরসিটিসি-র সঙ্গে যোগাযোগও করতে পারবেন। এই প্যাকেজে মাথাপিছু খরচ পড়বে ৩২,৯৯০ টাকা।

Papiya Paul

X