IRCTC Bhutan Package: সস্তায় বিদেশ ভ্রমণ করতে চাইছেন! IRCTC নিয়ে এসেছে দুর্দান্ত সুযোগ, কত খরচ জানেন?

নিউজশর্ট ডেস্কঃ পর্যটকদের সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে IRCTC দেশ-বিদেশে ভ্রমণের জন্য নানা রকমের প্যাকেজ চালু করে থাকে। এবার আইআরসিটিসি তার যাত্রীদের জন্য ভুটানের(Bhutan Package) জন্য এক আকর্ষণীয় প্যাকেজ চালু করেছে। এই প্যাকেজের নাম দেওয়া হয়েছে ‘ভুটান দা ল্যান্ড অফ হ্যাপিনেস এক্স মুম্বাই’। এখানে আপনি মুম্বাই থেকে ভুটানের জন্য ফ্লাইটে পরিষেবা পাবেন। আগামী ২৭-এ মার্চ থেকে এই ভ্রমণ পরিসেবা শুরু হবে।

এই প্যাকেজ ৫ রাত এবং ৬ দিনের জন্য রয়েছে। পর্যটকদের কাছে ভুটানের এক আলাদা জনপ্রিয়তা রয়েছে। এখানকার প্রাচীন মন্দির, দুর্গ, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছুই মন জয় করে নেয় পর্যটকদের। এই প্যাকেজে আপনি ২৭শে মার্চে মুম্বাই থেকে ফ্লাইটে পারো পৌঁছাবেন। এরপর সেখান থেকে থিম্পুর উদ্দেশ্যে রওনা দেবেন। থিম্পু পৌঁছানোর পরে আপনি হোটেল চেক ইন করবেন। আর হোটেলে পৌঁছানোর পরে আপনি বিশ্রাম নিতে পারবেন।

এদিন রাত্রেবেলার খাবার হোটেলেই ব্যবস্থা করা হবে। ২৮ শে মার্চ সকালে ব্রেকফাস্টের পরে স্থানীয় দর্শনীয় জায়গাগুলো ঘোরানো হবে। দুপুরের খাবার পর আপনি নিজের ভাড়া এবং দায়িত্বে থিম্পু ঘুরে দেখতে পারেন। এরপর আপনাকে হোটেলে ফিরিয়ে দেওয়া হবে। এই হোটেলেই ডিনারের ব্যবস্থা করা হবে। ২৯ শে মার্চ সকালে ব্রেকফাস্ট করে হোটেল থেকে চেক আউট করানো হবে। এরপর রওনা দেওয়া হবে পুনাখার উদ্দেশ্যে। আপনি চলতি পথে হিমালয়ের পর্বতমালার ঝলক দেখতে পাবেন।

আরও পড়ুন: IRCTC: আর তিন মাস লাগবে না, এবার দিনের দিনই কাটুন রিজার্ভেশন টিকিট

এর সঙ্গে চিমিলখাং মন্দির, পুনাখা জং, সাসপেনশন ব্রিজ দেখার সুযোগ পাবেন। আপনি এদিন সন্ধ্যেবেলায় পুনাখায় পৌঁছে হোটেল চেক ইন করবেন। রাত্রিবেলা পুনাখায় থাকার ব্যবস্থা করা হবে। এরপরে ৩০ শে মার্চ সকালবেলা ব্রেকফাস্টের পর  হোটেল থেকে চেক আউট করে পারোর উদ্দেশ্যে রওনা হবেন। এরপর ৩১শে মার্চ সকালে ব্রেকফাস্টর পর আপনাদেরকে তাকসং মনেষ্ট্রিতে নিয়ে যাওয়া হবে।

এরপর সারাদিন বিভিন্ন জায়গায় ঘোরানোর পর হোটেলে সন্ধ্যেবেলায় নিয়ে আসা হবে এবং রাত্রে ডিনারের ব্যবস্থা করা হবে। ১ এপ্রিল আপনাকে সকালবেলার ব্রেকফাস্টের পর চেক আউট করিয়ে মুম্বাই ফ্লাইট-এর উদ্দেশ্যে রওনা দেওয়া হবে।

আরও পড়ুন: Sikkim Tour Package: জলের দামে পাহাড় ভ্রমণ, IRCTC-র এই ৯ টি প্যাকেজ মিস করলে পড়ে হাত কামড়াবেন

এই প্যাকেজের খরচ কত? এই প্যাকেজ একজন ব্যক্তি বুক করলে তার জন্য জনপ্রতি খরচ হবে ৯৬,৮০০ টাকা। দুজনের জন্য জনপ্রতি খরচ হবে ৭৯,৮০০ টাকা। আর তিনজনের জন্য বুকিং করলে জনপ্রতি খরচ হবে ৭৮,২০০ টাকা। ৫ থেকে ১১ বছরের কোন শিশু আপনার সঙ্গে যায় সেক্ষেত্রে বিছানা বুক করলে আপনাকে জনপ্রতি শিশুর জন্য দিতে হবে ৭৫,২০০ টাকা। বিছানা ছাড়া বুকিং করলে সেক্ষেত্রে প্রত্যেক সন্তানের জন্য খরচ হবে ৭০,৭০০ টাকা।

কিভাবে বুকিং করবেন?
এই প্যাকেজ বুক করার জন্য আপনি আইআরসিটিসি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারেন। এছাড়া যে কোনো তথ্যের জন্য নিম্নলিখিত নম্বরগুলোতে কল করে জানতে পারেন। 9321901805, 8287931886.9321901846, 8287931886 নম্বরে কল করতে পারেন। উপরন্তু, আপনি 8287931655 নম্বরে “ভুটান” এসএমএস করে প্যাকেজের তথ্য পেতে পারেন।

Papiya Paul

X