IRCTC Recruitmen 2024 without any Exam salary of RS 30000

লিখিত পরীক্ষা ছাড়াই IRCTC এর চাকরি, জারি হল বিজ্ঞপ্তি, দেখুন আবেদনের পদ্ধতি

পার্থ মান্নাঃ অনেকেরই স্বপ্ন থাকে রেলের চাকরি করার। আপনি যদি তাদের মধ্যে একজন হয়ে থাকেন তাহলে আপনার জন্য সুখবর। সম্প্রতি আইআরসিটিসি এর তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে কোন লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি পাওয়া যাবে সাথে মিলবে মোটা মাইনে। কোন পদে নিয়োগ হবে? কি যোগ্যতা লাগবে আর কিভাবে আবেদন করবেন? এই সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে।

আইআরসিটিসি এর নিয়োগের পদের নামও শূন্য পদ

সম্প্রতি যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে ডেপুটি জেনারেল ম্যানেজার / ফাইন্যান্স নিউ দিল্লী ও ডেপুটি জেনারেল ম্যানেজার / ফাইন্যান্স ওয়েস্ট জন মুম্বাই এই দুই পদের জন্য লোক নেওয়া হবে। উভয় ক্ষেত্রে একটি করে শূন্য পদ রয়েছে।

বেতন

যেমনটা জানা যাচ্ছে আপনি যদি এজিএম অথবা ডিজিএম পদে চাকরি পান তাহলে ১৫ হাজার ৬০০ টাকা থেকে শুরু করে ৩৯ হাজার ১০০ টাকা পর্যন্ত মাইনে পেতে পারেন। আর যদি ডেপুটি জেনারেল ম্যানেজার পদে চাকরি পান সেক্ষেত্রে ৭০ হাজার টাকা থেকে দু লক্ষ টাকা পর্যন্ত মাইনে পেতে পারেন।

আবেদনের জন্য যোগ্যতা ও বয়সসীমা

আপনি যদি এই পথ গুলোর জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে যেকোন শাখায় স্নাতক হতে হবে। এছাড়া পিএসইউ প্রার্থীদের জন্য চার্টার্ড একাউন্ট বা কশ্চেন ম্যানেজমেন্ট একাউন্টেন্টের যোগ্যতা থাকা প্রয়োজন।

দুই পদের ক্ষেত্রেই অ্যাকাউন্ট ফাইন্যান্স অথবা ট্যাক্সেশন এর মত কাজের 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদি এই সমস্ত যোগ্যতা আপনার থাকে তাহলে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন। এই চাকরিতে আবেদনের জন্য প্রার্থীর বয়স 55 বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ বছর থেকে শুরু করে ৫৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যেতে পারে।

আবেদনের পদ্ধতি

যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে চান তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে।
এরপর আবেদন পত্রটিকে সঠিক তথ্য দিয়ে ফিলাপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে সাথেই নভেম্বর এর আগে। যদি পাঠানোর ঠিকানা হল –

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট

১। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট

২। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীর সার্টিফিকেট ও মার্কশিট

৩। চাকরির অভিজ্ঞতা প্রমাণ পত্র হিসেবে নিয়োগপত্র ও তিন মাসের বেতন স্লিপ

৪। এপিআর রিপোর্ট চার বছরে বার্ষিক মূল্যায়নের রিপোর্ট

৫। এক্সপেরিয়েন্স সার্টিফিকেট

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X