আধার কার্ডের (Aadhaar Card) সঙ্গে লিঙ্ক করতে হবে প্যান কার্ড (Pan Card)। এই সিদ্ধান্ত অনেকদিন আগেই জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে এবার বেঁধে দেওয়া হল দিনক্ষণ। জানা যাচ্ছে চলতি বছরের ৩১ মার্চের আগেই প্যান-আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। যদি কেউ তা না করে থাকেন তাহলে নিষ্ক্রিয় হয়ে যাবে গুরুত্বপূর্ণ এই দুই ডকুমেন্ট।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স-এর পক্ষ থেকে অনেক আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, যেকোনো কাজের ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই দুই ডকুমেন্ট। আর সেজন্যই বাধ্যতামূলক আধার-প্যান লিঙ্ক করা। ৩১ শে মার্চ এর আগে যদি এই কাজ কেউ না করে থাকেন তাহলে মিলবে না সরকারি কোনও উপরিষেবা। এই দুই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লিঙ্ক করার জন্য আপনাকে খরচ করতে হবে ১০০০ টাকা। তবে জানেন কি কিভাবে লিঙ্ক করা যায় আধার এবং প্যান কার্ড। আপনাদের আজ সেই তথ্যই জানাবো এই প্রতিবেদনে।
কিভাবে লিঙ্ক করবেন আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড
১.প্রথমেই ইন্টারনেটের মাধ্যমে খুলে নিতে হবে incometax.gov.in সাইটি।
২. এরপর যেতে হবে ‘লিঙ্ক আধার স্ট্যাটাস’ অপশনে
৩. দিতে হবে প্যান এবং আধার নম্বর।
৪. ক্লিক করতে হবে ভিউ লিঙ্ক আধার স্ট্যাটাস অপশনটিতে
৫. সমস্ত কিছু ফিল করা হয়ে গেলে পেজের শেষে থাকা ক্যাপচা কোড ঠিক করে নিতে হবে। অবশেষে ক্লিক করতে হবে ‘লিঙ্ক আধার’ বাটানে।