সত্যি কি ‘বিনামূল্যে Credit Card’ পাওয়া যায়? বিপদে পড়ার আগে অবশ্যই আসল তথ্য জেনে নিন

নিউজশর্ট ডেস্কঃ বর্তমান যুগে প্রতিটি মানুষের কাছেই একটি গুরুত্বপূর্ণ জিনিস হল ‘ক্রেডিট কার্ড'(Credit Card)। কমবেশি আমরা সবাই ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকি। তবে এই ক্রেডিট কার্ড পাওয়ার জন্য বেশ কিছু নিয়মাবলী(Rules) রয়েছে। এমতাবস্থায় অনেক ব্যাঙ্কই এখন বিনামূল্যে ক্রেডিট কার্ড(Free Credit Card) দিয়ে থাকে। আপনিও হয়তো এরকম অফার পেয়ে থাকবেন কিন্তু জানেন কি কেন ব্যাংকগুলি বিনামূল্যে ক্রেডিট কার্ড অফার করে?

পাশাপাশি এই কার্ডগুলি সত্যিই বিনামূল্যে নাকি এর পেছনে রয়েছে কোনো গোপন শর্তাবলী? আপনাদের যাতে এইসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হয়রান হতে না হয় তাই বিশেষজ্ঞ দল আপনাদের স্মার্টগ্রহক করে তুলতে এই প্রশ্নের উত্তরের খোঁজ চালিয়েছেন। তাহলে দেরি না করে চোখ বুলিয়ে নিন পুরো প্রতিবেদনে।

প্রথমত, সমস্ত ব্যাঙ্কই(Bank) ক্রেডিট কার্ড এর জন্য একটি বার্ষিক ফি আরোপ করে। সাধারণত ক্রেডিট কার্ডের সুবিধা উপলব্ধ করতে গেলে একটি বার্ষিক ফি গ্রাহককে দিতে হয়। এবং তার বদলে ব্যাঙ্ক কিছু অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে গ্রাহকদের। এমতাবস্থায় বেশিরভাগ ব্যাঙ্কের ক্ষেত্রেই একটি নির্দিষ্ট অঙ্কের টাকা লেনদেন করলে এই বার্ষিক ফি মুকুব হয়ে যায়।

তবে এমনও কিছু কিছু কার্ড আছে যাতে এই বার্ষিক ফি আরোপই করেনা ব্যাঙ্ক। এমনকী আজীবন বিনামূল্যে ক্রেডিট কার্ড অফার করে তারা। এখন আপনি এই ক্রেডিট কার্ড পেলে মনে করতে পারেন যে, আপনি হয়তো তাদের স্পেশাল কাস্টমার আর তাই আপনি এই বিশেষ সুবিধা পেয়েছেন। কিন্তু জানিয়ে রাখি এমনটা মোটেও নয়।

জেনে অবাক হবেন যে, লাইফটাইম ফ্রি ক্রেডিট কার্ড লেখা থাকলেও কোম্পানি নিজের ইচ্ছামত এই কার্ড বন্ধ করে দিতে পারে। এই ক্ষেত্রে কোম্পানি তাদের নিজেদের ইচ্ছেমত সিদ্ধান্ত নিতে পারে। আসলে ক্রেডিট কার্ডও অন্যান্য আর্থিক পণ্যের মতোই কোম্পানির অধীনে আসে। আর যেহেতু আপনি কোনো চার্জ দিচ্ছেন না তাই তাদের কথাই এখানে শেষ কথা।

তাই সামগ্রিকভাবে দেখলে কোনো ঝামেলা ছাড়া আপনার ক্রেডিট কার্ড আজীবন বিনামূল্যে হতে পারে শুধুমাত্র ঐ নির্দিষ্ট অঙ্কের টাকা লেনদেন করলে তবেই। আর এইসব শর্তাবলীর কারনেই ক্রেডিট কার্ড ব্যবহারের সময় অতি সাবধানতা অবলম্বন করতে হয়। সঠিক নিয়ম না জেনে ব্যবহার করলে ভবিষ্যতে এটি আপনার জন্য বোঝা হয়ে উঠতে পারে।

Papiya Paul

X