WBSEDCL Tariff Hike

Papiya Paul

WBSEDCL Tariff Hike: ফের বাড়লো বিদ্যুতের খরচ? যা জানালো সংস্থা, সত্যিটা জানলে অবাক হবেন

নিউজশর্ট ডেস্কঃ বিগত কিছুদিন ধরেই পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদের বিদ্যুতের খরচ নিয়ে নানা রকমের আলোচনা চলছে। ইতিমধ্যেই এই খবর নিয়ে সোশ্যাল মিডিয়াতেও আলোচনা তুঙ্গে। বলা হচ্ছে যে ভোটের মধ্যে লুকিয়ে লুকিয়ে বিদ্যুতের খরচ(Tariff Hike) বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার।

   

যদি ওই বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে এর আগে সরকারের তরফ থেকে জানানো হয়েছিল যে তেমন কিছু নয়। তবে এবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে WBSEDCL-এর তরফ থেকে। এই মুহূর্তে গরমে হাঁসফাঁস অবস্থা রাজবাসীর। বিশেষ করে দক্ষিণবঙ্গের অবস্থা একদমই শোচনীয়। রাজ্যের বেশিরভাগ অংশের বিদ্যুৎ পরিষেবা দিয়ে থাকে WBSEDCL।

আর এবার যদি হঠাৎ করেই বিদ্যুতের খরচ বেড়ে যায়। তাহলে মধ্যবিত্তদের পকেটে টান পড়তে পারে। তবে দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় এবং চারপাশে যে আলোচনা চলছে সেই আলোচনার পর শনিবার WBSEDCL-এর তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, WBSEDCL-এর বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ইদানিং কিছু গণমাধ্যমে এবং কোন কোন মহল থেকে নানা রকমের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। এটি সম্পূর্ণভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং অসত্য।

Electricity Bill

আরও পড়ুন: Bank Rules: এবার বদলে যেতে চলেছে ব্যাঙ্কের নিয়ম! সময়ের হবে বিরাট বদল, আগেই সবটা জেনে রাখুন

সেখানে স্পষ্ট করে লেখা হয়েছে, সকল গ্রাহকদের অবগতির উদ্দেশ্যে জানানো হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ আইন অনুযায়ী বিভিন্ন সময়ের বিদ্যুতের মাশুল প্রতিনিয়ত নিয়ন্ত্রণ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড ইলেকট্রিসিটি রেগুলেটর কমিশন। মাননীয় কমিশন চলতি বছরের মার্চ মাসের ৬ তারিখে ২০২৪-২০২৫ অর্থবর্ষের জন্য WBSEDCL-এর TARIFF ORDER মঞ্জুর করেছে।

Electricity Bill

সেই নির্দেশ অনুযায়ী বিগত বছরের সাপেক্ষে বিদ্যুতের কোন রকমের মাশুল বৃদ্ধি হয়নি। এই ধরনের অপপ্রচারে কোন রকমের গুরুত্ব প্রদান না করার জন্য সকল গ্রাহকদের অনুরোধ করা হয়েছে। প্রয়োজন অনুসারে নিকটবর্তী কাস্টমার কেয়ার সেন্টারের যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে সকল গ্রাহকেকে।