Arijit

৮৪ রানের ঝোড়ো ইনিংস খেলে অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দিলেন ঈশান কিষাণ

গতকাল মরণ বাঁচন ম্যাচে মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। প্লে অফে উঠতে হলে এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রায় অসম্ভব ব্যবধানে হারাতে হত মুম্বাই ইন্ডিয়ান্সকে। এই ম্যাচে মুম্বাই যদি 170 রানের ব্যবধানে হায়দ্রাবাদকে হারাতে পারত তাহলে তাদের কাছে প্লে-অফে রাস্তায় পাকা হয়ে যেত।

   

তবে অসম্ভব জেনেও নিজেদের চেষ্টায় কোন খামতি রাখেনি পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। শেষ পর্যন্ত দুরন্ত লড়াই করেছে মুম্বাই। আর মুম্বাইয়ের এই লড়াইয়ে সবথেকে বড় ভূমিকা পালন করেছে তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঈশান কিশান।

এই ম্যাচে ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন মুম্বাই ওপেনার ঈশান কিশান। মাত্র 16 বলে মারকাটারি অর্ধশত রান করেন ইশান কিশান। আর এই ইনিংসের সঙ্গে তিনি নিজেরই পুরনো রেকর্ড ভেঙে ফেললেন। এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে সবথেকে কম বলে অর্ধশত রান করার রেকর্ডে যুগ্মভাবে ছিলেন ঈশান কিশান ও কাইরন পোলার্ড। 17 বলে অর্ধশত রান করেছিলেন ঈশান কিশান এবং কায়রন পোলার্ড। এবার 16 বলে অর্ধশত রান করে নিজের পুরনো রেকর্ড ভেঙ্গে দিলেন তিনি। 32 বলে 84 রান করেন ঈশান কিশান।