Arijit

ভালো খেললেও রোহিত-রাহুল ফিরলে দলে সুযোগ পাওয়া মুশকিল, ঈশান কিষান

বৃহস্পতিবার দিল্লির ফিরোজ শাহ কোটলা ক্রিকেট স্টেডিয়ামে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে প্রথমে ব্যাট করে 211 রান করেও দক্ষিণ আফ্রিকার কাছে সাত উইকেটে হেরে যায় ভারতীয় দল। এইদিন ভারত ম্যাচ হারলেও ব্যাট হাতে জ্বলে ওঠেন তরুণ ওপেরার ঈশান কিশান।

   

48 বলে 76 রানের অনবদ্য একটি ইনিংস খেলেছেন ইশান। তাঁর এই ইনিংসে 11 টি 4 এবং 3 টি ছক্কা রয়েছে। তাঁর রানের সৌজন্যেই 200 পার করে ভারত। ভারতের হয়ে তার রানই সর্বোচ্চ। ব্যাট হাতে ভালো পারফরম্যান্স করলেও ঈশান কিসান ভালোভাবেই জানেন রোহিত রাহুলের একসঙ্গে দলে যোগদান করলে তার প্রথম একাদশে সুযোগ পাওয়া খুবই মুশকিল।

এইদিন ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে ঈশান বলেছেন, ‘আমি মনে করি, রোহিত শর্মা এবং কেএল রাহুল বিশ্বমানের খেলোয়াড় এবং ওরা যখন দলে থাকবে তখন আমি জায়গা পেতে পারি না। তবে এখানে আমার কাজ হল অনুশীলন সেশনে আমার সেরাটা দেওয়া। আর যখনই আমি সুযোগ পাব, আমাকে নিজেকে প্রমাণ করতে হবে এবং দলের জন্য ভালো কিছু করতে হবে।’