Arijit

পন্থদের অতিরিক্ত আত্মবিশ্বাসের জন্যই ভারতকে হারতে হল দক্ষিণ আফ্রিকার কাছে

গতকাল দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম টি-টোয়েন্টি সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করে 211 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে 7 উইকেট হাতে রেখেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

   

এইদিন ব্যাট হাতে ভারতের প্রত্যেক ব্যাটসম্যানই দুর্দান্ত পারফরম্যান্স করেছে। তবে 211 রানের পাহাড় করার পর হয়তো ভারতীয় ক্রিকেটাররা ভেবেছিলেন আমরা এই ম্যাচে অনায়েসে জিতে যাবো। আর সেটাই কাল হয়ে দাঁড়ালো ভারতের জন্য। সহজেই জেতা ম্যাচ হাতছাড়া করতে হল ভারতকে।

লোকেশ রাহুলের চোট থাকায় বুধবার জানিয়ে দেওয়া হয়, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতকে নেতৃত্ব দেবেন পন্থ। এই ম্যাচ জিতলে টানা সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচ জেতার বিশ্বরেকর্ড গড়তে পারত ভারত। প্রথমে ব্যাট করে 211 রান তুলে জয়ের ব্যাপারে নিশ্চিন্ত হয়ে গিয়েছিলেন ঋষভ পন্থরা। সেই অতিরিক্ত আত্মবিশ্বাসই কাল হল ভারতের। এই ম্যাচে হেরে একদিকে যেমন বিশ্ব রেকর্ড গড়া হল না ভারতের। তেমনি 1-0 ব্যবধানে সিরিজে পিছিয়ে পড়ল ভারত।