ছোট পর্দায় তিনি দুর্ধর্ষ ভিলেন। ‘খেলা’ সিরিয়ালে বিন্দু চরিত্রের হাত ধরেই টেলিভিশনে ডেবিউ করেছিলেন তিনি। দারুন জনপ্রিয়তা পেয়েছিল চরিত্রটি। যদিও এখন তাকে খল চরিত্রেই বেশি দেখা যাচ্ছে। তবে বহু ঝড়ঝাপ্টা পেরিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায় (Sudipta Bannerjee)। আর এবার সেই সুদীপ্তাই সাত পাকে বাঁধা পড়লেন।
গত সোমবার সায়েন্স সিটি লাগোয় ক্যালকাটা বোটিং রিসর্টে গাঁটছড়া বাঁধলেন সুদীপ্তা-সৌম্য। তৃণমূল (TMC) নেতা সৌম্য বক্সীর (Soumya Bakshi) ঘরণী হলেন টেলি অভিনেত্রী। অভিনয় জগত আর ইন্ডাস্ট্রির মেলবন্ধন তো এই নতুন নয়। আর সেই তালিকায় যুক্ত হল সৌম্য সুদীপ্তার নাম।
‘সোহাগ জল’র বেণীর বিয়ে নিয়ে তার ভক্তরাও যে বেজায় উৎসাহিত সে কথা তো ফ্যানপেজগুলিতে উঁকি মারলেই স্পষ্ট। এইদিন ভিনটেজ গাড়িতে চেপে সুদীপ্তাকে বিয়ে করতে এলেন সৌম্য। কনের সাজপোশাকের কথা বললে, কোনোরকম ফিউশন সাজ নয় বরং লাল টুকটুকে বেনারসিকেই বেছে নিয়েছিলেন নায়িকা।
সাথে ছিল গা ভর্তি সোনার গয়না এবং ফুলস্লিভ ডিজইনার ব্লাউজ। সুদীপ্তার পোশাকের সাথে সামঞ্জস্য রেখে নিজেকে সাজিয়েছেন সৌম্য। অফ হোয়াইট পাঞ্জাবির উপর সোনালি জরির কাজ, সঙ্গে মোটা সোনালি জরির ধুতি। মাথায় টোপর, গলায় মালা, বাঙালিয়ানায় বিন্দুমাত্র খামতি নেই।
আইনি বিয়ের পাশাপাশি সামাজিক বিয়েও হল একদিনেই। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিপাড়ার বহু নামিদামী তারকা। শ্রুতি দাস, শ্রীতমা ভট্টাচার্য, সুদেষ্ণা রায়-সহ একাধিক তারকার উজ্জ্বল উপস্থিতি ধরা পড়ল এইদিন। উপস্থিত ছিলেন রাজনৈতিক জগতের মানুষেরাও।
প্রসঙ্গত উল্লেখ্য, দীর্ঘ তিন বছর ধরে চুটিয়ে প্রেম করার পর বছর দেড়েক আগে সৌম্যর সঙ্গে প্রেমে শিলমোহর দেন সুদীপ্তা। করোনা না এলে বিয়েটা হয়ত আগেই হয়ে যেত। তবে দেরি হলেও বিয়েটা যে হয়েই গেল, অনুরাগীদের জন্য এটাই খুশির খবর। জানিয়ে রাখি, বৌভাত হওয়ার কথা আছে নিকোপার্কে। এইদিন অতিথি তালিকায় রয়েছে বহু হেভিওয়েট তৃণমূল নেতার নাম।