RBI

anita

RBI: এখনও বদলাননি ২০০০ টাকার নোট? RBI-র এই নিয়ম জানা আছে তো?

নিউজ শর্ট ডেস্ক: ১০০০ আর ৫০০ টাকার পর ২০০০ টাকার নোট (2000 Note)-ও বন্ধ করে দিয়েছিল আরবিআই (RBI)। নোট বদলানোর শেষ তারিখ ছিল ২০২৩ সালের ৭ অক্টোবর। কিন্তু এখনও কারও কাছে যদি ২০০০ টাকার নোট থাকে তাহলে তিনি কি করবেন?

   

আসুন এই দু’হাজার টাকার নোট বদলানোর ব্যাপারে বিস্তারিত জানা যাক। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank Of India) অর্থাৎআর বি আই-এর নিয়ম অনুসারে ২০০০ টাকার এই নোট বদলানোর জন্য প্রথমেই একটি অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে।

এই ফর্ম খুব সহজেই অনলাইনে কিংবা পোস্ট অফিসে পাওয়া যাবে। এই ফর্ম ফিল আপ করার পর এর সাথেই ২০০০ টাকার নোট পোস্টের মাধ্যমে আর বি আই এর অফিসে পাঠিয়ে দিতে হবে।

২০০০ টাকার নোট,2000 Note,আরবিআই,RBI,রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া,Reserve Bank Of India,নিয়ম,Rules,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এখানে বলে রাখি এইভাবে পোস্টের মাধ্যমে শুধুমাত্র ২০ হাজার টাকা পরিবর্তন করা যাবে। অর্থাৎ এই ভাবে এর চেয়ে বেশি টাকা পরিববর্তন করা যাবে না।

আরো পড়ুন: LIC-র এই স্কিম শুধু গরিবদের জন্যই! ১ বছরেই টাকা হবে ডবল! না জানলেই বিরাট লস

তবে পোস্ট মাধ্যমে ছাড়াও আরবিআই-র রিজিওনাল অফিসে গিয়েও খুব সহজেই এই ২০০০ টাকার নোট বদলানো যেতে পারে। সারা দেশে আরবিআই-র মোট ১৯টি রিজিওনাল অফিস রয়েছে। জানা যাচ্ছে ইতিমধ্যেই আর বি আই-র কাছে ৯৭% নোট জমা পড়েছে।