Arijit

বিশ্বকাপে ধোনিকে ভারতের মেন্টর করায় তীব্র আপত্তি জানালেন জাদেজা

দীর্ঘদিন পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটেছে মহেন্দ্র সিং ধোনির। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের মেন্টর হিসেবে ধোনিকে রেখেছে বিসিসিআই। আর তারপর থেকে অনেকেই যেমন এই বিষয়টি নিয়ে সমালোচনা করেছেন, আবার অনেকেই ধোনিকে মেন্টর করায় প্রশংসা করেছেন। এবার ধোনিকে মেন্টর করা নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা।

   

ধোনিকে মেন্টর করায় একেবারেই খুশি নন অজয় জাদেজা। তার মতে ভারতীয় দলে রবি শাস্ত্রির মত একজন অভিজ্ঞ কোচ থাকার সত্বেও কেন ধোনিকে মেন্টর করার প্রয়োজন পড়ল সেটাই তিনি বুঝতে পারছেন না। সেইসঙ্গে কার মাথা থেকে এই বুদ্ধি বেরলো তাকেও খুঁজছেন জাদেজা।

এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ধোনি কি করতে পারে সেটা কারুরই অজানা নেই। আমি নিজেও একজন ধোনি সমর্থক। কিন্তু যে ভারতীয় দলে বিরাট কোহলির মতো একজন অভিজ্ঞ অধিনায়ক রয়েছে, রবি শাস্ত্রীর মত দক্ষ কোচ রয়েছে। যারা এতদিন ধরে দলকে বিশ্বের সেরা হতে সাহায্য করেছে তারা থাকার সত্ত্বেও কেন ধোনির প্রয়োজন পড়ল আমি সেটাই বুঝতে পারছি না।”