পার্থ মান্নাঃ সবেমাত্র শেষ হয়েছে কালীপূজা থেকে দীপাবলি, এখনো উৎসবের রেশ কাটেনি। এরই মাঝে এসে হাজির জগদ্ধাত্রী পূজা। তাই সকলেই ফের একবার উৎসবে মজে ওঠার প্রস্তুতি নিচ্ছে। বিশেষ করে এই সময় চন্দননগর থেকে কৃষ্ণনগরে প্যান্ডেল হপিংয় করতে হাজির হন কাতারে কাতারে মানুষ। আপনিও কি ঘুরতে যাওয়ার প্লানিং করছেন নাকি? তাহলে চলুন দেখে নেওয়া যাক জগদ্ধাত্রী পুজোর সময়সূচী।
দীপাবলির পর শুরু জগদ্ধাত্রী পূজার প্রস্তুতি
শাস্ত্রমতে জগদ্দলট্রি হলেন দেবী দুর্গারই অন্য রূপ। অনেকেই জগদ্ধাত্রীকে সিংহবাহিনী মা বলেও জানেন। মা দুর্গার মতই জগদ্ধাত্রীর দশ হাত নেই, বদলে থাকে চারটি হাত। জগদ্ধাত্রীর হাতে শঙ্খ, চক্র, ধনুক ও বাণ থাকে। কার্তিক মাসের শুক্ল নবমীতে জগদ্ধাত্রী পূজার শুরু হয়েছিল। তার পিছনেও রয়েছে এক পৌরাণিক কাহিনী।
জানা যায়, মহিষাসুর বধ করার পর দেবতারা অহংকারী হয়ে পড়েন। তাই অগ্নি, পবন, বরুন ও চন্দ্র এই চার দেবতার অহংকার চূর্ণ করতেই আবির্ভাব হয় জগদ্ধাত্রীর। শক্তি পরীক্ষায় যখন তারা নিজেদের ভুল বুঝতে পারেন তারপরেই মর্ত্যে জগদ্ধাত্রী পূজা শুরু হয়।
জগদ্ধাত্রী পুজোর সময় সূচি (Jagaddhatri Puja 2024)
ষষ্ঠী – আগামীকাল অর্থাৎ ৭ই নভেম্বর ষষ্ঠীর তিথি পড়ছে।
সপ্তমী – এবছর ৮ই নভেম্বর শুক্রবার রাত্রি ১১টা বেজে ৫৮ মিনিট থেকেই সপ্তমী তিথি শুরু হবে।
অষ্টমী – ৯ই নভেম্বর শনিবার অষ্টমী তিথি পড়েছে।
নবমী – শনিবার ৯ই নভেম্বরেই অষ্টমী তিথি শুরু হবে রাত্রি ১০টা বেজে ৪৬ মিনিট থেকে।
উপরের সমৌসুচি ছিল বিশুদ্ধ সিদ্ধান্ত মতে। এছাড়া গুপ্ত প্রেস পঞ্জিকা মতে জগদ্ধাত্রী পূজার তিথি কিছুটা আলাদা। এক্ষেত্রে ৮ই নভেম্বর সন্ধ্যে ৭টা ৪৮ মিনিট ৭ সেকেন্ড থেকে অষ্টমী পড়ছে। এরপর নবমী পড়ছে শনিবার ৬টা ২০ মিনিট ৪০ সেকেন্ড থেকে। এরপর রবিবার বিকেল ৪টে ৩৩ মিনিট ২৫ সেকেন্ড পর্যন্ত নবমীর তিথি থাকবে।