নতুন বছর শুরু হতেই ভিড় জমিয়েছে একাধিক ধারাবাহিক (Bengali Serial)। আবার নতুন ধারাবাহিককে টেক্কা দিতে একাধিক টুইস্ট আসছে পুরোনো ধারাবাহিকে। আর এইসবের মাঝেই এবার প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা। বরাবরের মতো এবারেও নিজের জায়গা ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chowa)।
গত সপ্তাহের টিআরপি তালিকায় দেখা গিয়েছিল মুখ থুবড়ে পড়েছিল ‘জগদ্ধাত্রী’। সদ্য শুরু হওয়া ধারাবাহিক ‘নিম ফুলের মধুর’ জনপ্রিয়তার কাছে হেরে গিয়েছিল মেগা এই ধারাবাহিক। যদিও এবারে ফের উঠে এল দুই নম্বরে। বর্তমানে জি বাংলার তোপের এই সিরিয়াল।
গত সপ্তাহে অনেকটাই পিছনের দিকে চলে গিয়েছিল ‘গৌরী এলো’-র টিআরপি। তবে এবার উঠে এল তৃতীয় নম্বরে। চলতি সপ্তাহে ৭.৯ নম্বর পেয়ে চার নম্বরে ‘খেলনা বাড়ি’। আর সামান্য কম নম্বর পেয়ে ৭.৭ পেয়ে পাঁচে ‘নিম ফুলের মধু’।
টিআরপি খানিকটা বাড়িয়ে জনপ্রিয়তার তালিকায় বেশ পাল্লা দিচ্ছে পঞ্চমী আর বাংলা মিডিয়ামও। যদিও এই দুই ধারাবাহিকের তুলোনয় কিছুটা ভালো ফলাফল করেছে ‘ রাঙা বউ’। বাড়ির মা ঠাকুমার বেশ ভালোবাসা দিয়েছে শ্রুতি দাস অভিনীত এই ধারাবাহিককে।
রইল এই সপ্তাহের TRP তালিকায় সেরা ১০ ধারাবাহিক-
অনুরাগের ছোঁয়া (৯.০)
জগদ্ধাত্রী (৮.৫)
গৌরী এলো (৮.০)
খেলনা বাড়ি (৭.৯)
নিম ফুলের মধু (৭.৭)
রাঙা বউ (৭.২)
পঞ্চমী (৬.৯)
বাংলা মিডিয়াম (৬.৬)/মিঠাই (৬.৬)
মেয়েবেলা (৬.২)
গাঁটছড়া/ সোহাগ জল (৬.০)
টিআরপিতে বেশ এগিয়ে ‘মিঠাই’ ধারাবাহিক। চলতি সপ্তাহে এই ধারাবাহিক রেটিং পেয়েছে ৬.৬। অন্যদিকে তৃনা সাহার ‘বালিঝড়’ পেয়েছে ৩.৩ রেটিং।