Jagaddhatri

anita

Jagaddhatri: স্বয়ম্ভূ নয়, এই পুরুষের প্রেমে মজেছেন জগদ্ধাত্রী! প্রকাশ্যে অঙ্কিতার প্রেমিকের ছবি

নিউজ শর্ট ডেস্ক: বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত জনপ্রিয় নাম  হল ‘জগদ্ধাত্রী’ (Jagadhatri)। সারা সপ্তাহ জুড়েই বাঙালির ড্রয়িং রুমে দাপিয়ে বেড়াচ্ছেন পর্দার এই জ্যাস সান্যাল ওরফে জগদ্ধাত্রী। ধারাবাহিকে এই জগদ্ধাত্রীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক (Ankita Mallick)। 

   

টেলিভিশনের পর্দায় এটাই অঙ্কিতার প্রথম সিরিয়াল হলেও তা কিন্তু  তাঁর তুখোড় অভিনয় দেখে বোঝার উপায় নেই একেবারেই। প্রথম সিরিয়ালে অভিনয় করেই বাংলা জোড়া খ্যাতি পেয়েছেন অঙ্কিতা। তাই পর্দার এই দাপুটে নায়িকাই এখন বাংলার দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছেন।

তাই সিরিয়ালে হোক কিংবা বাস্তব জীবনে অঙ্কিতার সাফল্যে বরাবরই দারুন উচ্ছসিত হন দর্শক। পর্দায় জগদ্ধাত্রী-স্বয়ম্ভূর কেমিস্ট্রিতে বুঁদ দর্শক। এমনকি একত্র সময় টলিপাড়ায় জোর গুঞ্জন শোনা সিরিয়ালের এই অনস্ক্রিন জুটি প্রেম করছেন বাস্তবেও। কিন্তু সেই প্রেমের গুঞ্জন বার বার উড়িয়ে দিয়েছেন এই জুটি।

বাংলা সিরিয়াল,Bangla Serial,জি বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,স্বয়ম্ভূ,Swambhu,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সৌম্যদীপ মুখোপাধ্যায়,Soumyadeep Mukherjee,সোনার সংসার ২০২৪,Sonar Sansar 2024,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

আরও পড়ুন: জ্যাস-পর্ণার চাপে পুরোপুরি ফিনিশ দীপা! TRP তালিকা দেখলে ঘুরবে মাথা

এসবের মধ্যেই অঙ্কিতার প্রেম জীবন নিয়ে চলছে নতুন জল্পনা। শোনা যাচ্ছে স্বয়ম্ভূ অভিনেতা সৌম্যদীপ নয় অঙ্কিতা বাস্তবে প্রেম করছেন টলিগঞ্জের জনপ্রিয় ফোটোগ্রাফারের সঙ্গে। সেই নিয়ে ইতিমধ্যেই অভিনেত্রীর ফ্যান পেজগুলোতেও শুরু হয়ে গিয়েছে তুমুল তর্ক-বিতর্ক।

বাংলা সিরিয়াল,Bangla Serial,জি বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,স্বয়ম্ভূ,Swambhu,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সৌম্যদীপ মুখোপাধ্যায়,Soumyadeep Mukherjee,সোনার সংসার ২০২৪,Sonar Sansar 2024,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

শোনা যাচ্ছে সমস্ত জল্পনার সূত্রপাত ঘটেছে জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড ফাংশন থেকে। আসলে সম্প্রতি সোনার সংসারে অঙ্কিতার অ্যাওয়ার্ড হাতে মিষ্টি ছবি শেয়ার করে সুদীপ্ত লিখেছিলেন ‘অভিনন্দন’। সেই পোস্ট নিজের ইনস্টা স্টোরিতে শেয়ার করেন অঙ্কিতা। ব্যাস, ওমনি তুলনা চলে আসে আদৃত-কৌশাম্বির সাথে। কিন্তু সত্যিটা কী? তা জানতেই হিন্দুস্তান টাইমস বাংলার তরফে  যোগাযোগ করা হয়েছিল অঙ্কিতার সাথে।

বাংলা সিরিয়াল,Bangla Serial,জি বাংলা,Zee Bangla,জগদ্ধাত্রী,Jagadhatri,স্বয়ম্ভূ,Swambhu,অঙ্কিতা মল্লিক,Ankita Mallick,সৌম্যদীপ মুখোপাধ্যায়,Soumyadeep Mukherjee,সোনার সংসার ২০২৪,Sonar Sansar 2024,টলিউড,Tollywood,বিনোদন,Entertainment,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali,Entertainment News,বায়োস্কোপ নিউজ

প্রশ্ন শুনে হাসি চেপে রাখতে না পেরে অঙ্কিতা এদিন জানিয়েছেন ,’সুদীপ্ত (চন্দ) আমার খুব ভালো বন্ধু। আসলে ও আমার চেয়ে বয়সে অনেকটাই বড়। আমি ওকে ব্রো (Bro) বলে ডাকি। সম্প্রতি ও মুম্বই চলে যাচ্ছিল, সেখান আমি একটা কমেন্ট করেছিলাম, পরে লোকের বুঝতে সুবিধা হওয়ার জন্য ব্রো-টাকে এডিট করে ব্রাদার করে দিয়েছিলাম, সেগুলো লোকে দেখতে পায় না!’