নিউজ শর্ট ডেস্ক: সপ্তাহের বৃহস্পতিবার মানেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) রেজাল্ট বেরোনোর দিন . সারা সপ্তাহজুড়ে কোন সিরিয়ালগুলি কে কেমন পারফর্ম করল তা নির্ভর করে এই টার্গেট রেটিং পয়েন্ট (Target Rating Point) বা টিআরপি (TRP) তালিকার উপরে। আর টি আই পি তালিকায় ভালো রেজাল্ট করলে তবেই চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থা উভয়ের নয়নের মনি হয়ে থাকা যায়।
তেমনি এই টিআরপি তালিকায় সামান্য হেরফের হলেই তার প্রভাব পড়ে সেই সিরিয়ালের ওপর। প্রসঙ্গত চলতি সপ্তাহে আরও একবার বেঙ্গল টপার (Bengal Toper) হয়ে অপ্রতিরোধ্য হয়ে উঠল জি বাংলার (Zee Bangla) ফার্স্ট গার্ল জগদ্ধাত্রী (Jagadhatri)। এই নিয়ে ২৩ বার বেঙ্গল টপারের শিরোপা মাথায় উঠলো পর্দার জ্যাস সান্যালের। প্রসঙ্গত আজ ৫০০ পর্ব পূর্ণ করেছে জগদ্ধাত্রী। আর আজই ৯.৫ স্কোর নিয়ে বেঙ্গল টপার হওয়ায় খুশির হাওয়া ভক্তমহলে।
অন্যদিকে ৮. ৮ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জি বাংলারই ‘নিম ফুলের মধু'(Neem Phooler Madhu)। এই সপ্তাহে পর্ণার শাড়ির কথার ক্যালেন্ডার ফটোশুটের এক্সিবিশন মন ছুঁয়েছে দর্শকদের। এই সপ্তাহে ৮.৫ নম্বর নিয়ে তৃতীয় স্থান দখল করে রেখেছে ‘ফুলকি’ (Phulki)। তাই প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও টিআরপি তালিকার প্রথম তিনে জি বাংলারই জয়জয়কার।
তার পরেই অবশ্য চতুর্থ স্থানে রয়েছে স্টার জলসার (Star Jalsha) ‘গীতা এলএলবি’ (Geeta LLB। এই সপ্তাহে এই ধারাবাহিকের ঝুলিতে উঠেছে ৭.৯ নম্বর। অন্যদিকে খুব খুব অল্প দিনের মধ্যেই টিআরপি তালিকার প্রথম পাঁচে বেশ পাকাপাকিভাবেই জায়গা করে নিয়েছে শ্বেতা ভট্টাচার্যের নতুন সিরিয়াল ‘কোন গোপনে মন ভেসেছে’ (Kon Gopone Mon Bheseche)। এই সপ্তাহের এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৪।
আরও পড়ুন: মেকআপ ছাড়া কেমন দেখতে পর্ণা? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পল্লবীর ‘নো মেকআপ’ লুক
তবে আগের সপ্তাহের থেকে অনেকটা ভালো জায়গায় আছে জি বাংলার ‘কার কাছে মনের কথা’। এই সপ্তাহে এই সিরিয়ালটি ৭.১ নম্বর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে। এই সপ্তাহে এই একই নম্বর পেয়েছে অনুরাগের ছোঁয়াও। অন্যদিকে এই সপ্তাহে ৭.০ নম্বর নিয়ে সপ্তম স্থানে রয়েছে তোমাদের রাণী। আর তারপরেই ৬.৮ পয়েন্ট নিয়ে একসাথে অষ্টম স্থানে আছে সন্ধ্যাতারা,Love বিয়ে আজকাল এবং জল থই থই ভালোবাসা
প্রথম – জগদ্ধাত্রী ৯.৫
দ্বিতীয় – নিম ফুলের মধু ৮.৮
তৃতীয় – ফুলকি ৮.৭
চতুর্থ – গীতা L.LB ৭.৯
পঞ্চম – কোন গোপনে মন ভেসেছে ৭.৪
ষষ্ঠ – কার কাছে কই মনের কথা এবং অনুরাগের ছোঁয়া ৭.১
সপ্তম – তোমাদের রাণী ৭.০
অষ্টম – সন্ধ্যাতারা,Love বিয়ে আজকাল এবং জল থই থই ভালোবাসা ৬.৮
নবম – কথা,তুমি আশেপাশে থাকলে এবং হরগৌরী পাইস হোটেল ৬.০
দশম – ইচ্ছে পুতুল ৫.৮