Papiya Paul

নুন দিয়ে খেতেন ভাত, দুবেলা জুটত না খাবার, বড়লোকের বাথরুমের থেকেও ছোট ঘরে একসময় থাকতেন ‘যমুনা ঢাকি’!

বাঙালির বিনোদনের অন্যতম মাধ্যম হলো বাংলা সিরিয়াল। প্রায় প্রতিদিনই সন্ধ্যেবেলা হলেই টিভির সামনে বসে পড়েন দর্শকেরা। সিরিয়াল দেখতে দেখতে ঘরের লোক হয়ে যায় অভিনেতা থেকে অভিনেত্রীরা। বাংলা সিরিয়াল জগতের এমনই এক জনপ্রিয় মুখ হলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য(Shweta Bhattacharya)। যিনি এই মুহূর্তে জি বাংলার ‘যমুনা ঢাকি’ ধারাবাহিকে যমুনার চরিত্রে অভিনয় করছেন।

   

এই ধারাবাহিকও অন্যান্য পাঁচটা সিরিয়ালের মতই ষড়যন্ত্রে ভরপুর। আর তার সাথে নায়িকা হিসাবে সমস্ত যুদ্ধের মোকাবেলা করার দায়িত্ব গিয়ে পড়েছে যমুনার উপরে। এর আগেও বহু ধারাবাহিকে অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি বেশ জনপ্রিয় অভিনেত্রী। এর সাথে তার নাম, যশ, খ্যাতি সমস্ত কিছুই রয়েছে। কিন্তু অভিনেত্রীর জীবনের শুরুটা কিন্তু এতটা সহজ মোটেই ছিল না।

তিনি যখন ক্লাস টেনে পড়েন তখন ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী হিসেবে উপস্থিত হয়েছিলেন। এখন থেকেই তার কাছে সিরিয়ালের সুযোগ আসে। সম্প্রতি দিদি নাম্বার ওয়ানে এসে তিনি তার জীবনের কঠিন লড়াইয়ের কথা শেয়ার করেছেন। তিনি খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে। তিনি তার ক্যারিয়ারে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন একজন ড্যান্সার হিসাবে। অভিনেত্রী হবার কথা তিনি কোনোদিনই ভাবেননি।

সেই সময় তার মা খুব অসুস্থ ছিলেন তাই বাবার হাত ধরেই অভিনয় করতে শুটিংয়ে যেতেন তিনি। একদিকে পড়াশোনা তার সাথেই চলত সিরিয়ালের শুটিং। খুব ছোটবেলায় তিনি তার দাদাকে হারিয়েছেন। আর এরজন্য খুবই কষ্ট পেতেন তার মা-বাবা। একটিমাত্র ছোট্ট ঘরে দিন কেটেছে তার। এমনও সময় গিয়েছে যেখানে কেবল নুন দিয়েই ভাত খেয়েছেন তিনি। একবেলা ভাত জুটলেও রাতে খাবার জুটত না।

একদিন তিনি এক বন্ধুর বাড়িতে গিয়ে দেখেন তাদের বাথরুমের থেকেও ছোট ঘরে তিনি বেড়ে উঠেছেন। আজ পিছনে ফিরে তাকালে তার সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়। এখন তিনি টেলিভিশনের জনপ্রিয় মুখ। অভিনয় দিয়ে বেশ সফল হয়েছেন তিনি। আর তার অনুরাগীদের সংখ্যাও নেহাত কম নয়।