দাদাগিরির মঞ্চে ঢাক বাজাচ্ছেন দাদা! যমুনার সাথে জোর টক্কর সৌরভের, ভিডিও ভাইরাল

জি বাংলার অন্যতম জনপ্রিয় শো দাদাগিরি। এত বছর হয়ে যাবার পরেও কমেনি জনপ্রিয়তা। বরং প্রতি সিজনেই নিত্যনতুন চমক থাকছে এই শো-এর। সাধারণ মানুষের সাথে সাথেই মাঝেমধ্যেই দাদাগিরির মঞ্চে এসে উপস্থিত হন তারকারা। এমনকি জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের কলাকুশলীরাও এসে উপস্থিত হন। এইবার এসেছিলেন ‘যমুনা ঢাকি’ পরিবারের সদস্যরা। তাঁদের নানা মুহূর্ত ইতিমধ্যেই দর্শকরা টিভিতে দেখে ফেলেছেন।

এদিন উপস্থিত ছিলেন যমুনা, সঙ্গীত, রাগিণী,তাথৈ, গীত, এবং কেদার রায় চরিত্রের অভিনেতা-অভিনেত্রীরা। খেলার মাঠ কিংবা টিভির পর্দা দাদাকে একঝলক দেখার জন্য সবসময় আগ্রহী তাঁর অসংখ্য অনুরাগীরা। সেই তালিকায় বাদ নন যমুনা ঢাকির পরিবারও। সাধারণ মানুষ বা সেলিব্রিটি সকলের কাছেই এক ভালোবাসা, আবেগের মানুষ সৌরভ গাঙ্গুলী। ইতিমধ্যেই এই বিশেষ পর্বের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এদিন এই পর্বে এসে যমুনা ওরফে শ্বেতা জানান এই নিয়ে তিনি ৩ বার দাদাগিরির মঞ্চে এসেছেন। এরপরেই দাদাগিরির মঞ্চে যমুনা ঢাকির মতোই কাঁধে ঢাক তুলে নিয়ে ঢাক বাজাতে দেখা যায় খোদ সৌরভ গাঙ্গুলিকে। এছাড়া তিনি নিজেই আবার বলছেন ‘আজ যমুনা ঢাকির সাথে দাদা ঢাকি।’ এই ভিডিও দেখে উচ্ছসিত হয়েছেন অনুরাগীরা।

Papiya Paul

X