জাহ্নবী কাপুর,কফি উইথ করন,আরজে সিদ্ধার্থ কান্নান,গুড লাক জেরি,বলিউড,বিনোদন,Jahnvi Kapoor,Coffe with Karan,RJ Siddharth Kannan,Good Luck Jerry,Bollywood,Entertainment

Moumita

পার্টি, জিমের ছবি না দিয়ে কাজে মন দেওয়ার বার্তা জাহ্নবীকে, ট্রোলারদের বিরুদ্ধে সপাটে জবাব দিলেন শ্রীদেবী কন্যা

শ্রীদেবী এবং বনি কাপুরের মেয়ে জাহ্নবী এখন বেশ সংবাদ শিরোনামে রয়েছেন। কয়েকদিন আগেই তিনি সারা আলি খানের সাথে হাজির হন ‘কফি উইথ করণ’এ। সেখানে তিনি অনেক ব্যক্তিগত, পেশাদার এবং ডেটিং জীবনের গোপনীয় তথ্য সামনে আনেন। সম্প্রতি তাকে দেখা যাবে ‘গুড লাক জেরি’ সিনেমাতে। আর সেই সিনেমার প্রমোশন করতে গিয়েই পরামর্শ পেলেন তিনি।

   

কয়েকদিন আগেই জাহ্নবী আরজে সিদ্ধার্থ কান্নানের সাথে একটি সাক্ষাত্কার দিয়েছিলেন, সেখানে তিনি জানান যে, বাকিরা যে পদ্ধতি অনুসরণ করে ইন্ডাস্ট্রিতে নিজেদের জায়গা পাকা করেছেন, তিনিও যে সেই পদ্ধতি ফলো করলেই বড় নায়িকা হয়ে যাবেন তার কোনো মানে নেই।

সম্প্রতি জাহ্নবী কপূরকে বলা হয় যে, সিনেমাতে নির্দেশনা অনুসরণ করার এবং সেখানে সফল হওয়ার জন্য তাকে তার পাবলিক ইমেজের উপর ফোকাস করতে হবে। তিনি নিজেই এইকথা জানিয়ে বলেন যে, “আমাকে বলা হয়েছে সমস্ত কাজে ক্যালকুলেটিভ হওয়া প্রয়োজন, আর তার সাথে ইন্ডাস্ট্রিতে একটি নির্দিষ্ট ইমেজ বজায় রাখতে হবে। যেমন, ‘এভাবে দেখা যাবে না, এত সহজে দেখা যাবে না, PR-এ ফোকাস করুন, সোশ্যাল মিডিয়াতে আরো বেশি কাজের ব্যাপারে পোস্ট করতে থাকুন।”

এছাড়াও জাহ্নবী এও বলেন যে, “ সোশ্যাল মিডিয়াতে এমন পোস্ট করতে যাতে আমি শুধু যোগব্যায়ামই করছি মনে না হয়। পার্টি করা এবং খাবার খাওয়ার ছবি পোস্ট করতেও আমাকে বারন করা হয়েছে। কিন্তু যখন আমি সিনেমার সেটে থাকি তখন আমি কিভাবে ছবি তুলব?”

এছাড়াও জাহ্নবীর মতে প্রত্যেক অভিনেতারই জীবনে একটি ভারসাম্য রয়েছে, যা তাকে মেনে চলতে হয় । সেই সম্বন্ধে জাহ্নবী জানান ”আমাকে প্রত্যেকেই প্রচারের জন্য অনেক প্রতিশ্রুতিবদ্ধ হতে বলে। কিন্তু আমি সেরকম পারিনা, আমি একদমই পারিনা। এটা খারাপ পরামর্শ নয়, কিছু লোকের জন্য এটা কাজও করে। কিন্তু আমি তো আগে করিনি, তাই আমার জন্যও এটা কাজ করবে ভাবা ভুল।”

এছাড়া এক সাক্ষাতকারে জাহ্নবী এও জানান যে, তার বাবা মা এর কারনেই তিনি জীবনে এতদূর আসতে পেরেছেন এবং কাজে মনযোগ এসেছে। তিনি নিজের জীবনের সমস্ত ভুলভ্রান্তি এড়িয়ে কাজে মনযোগ দিতে চান। তিনি নিজের কাজকে খুবই ভালোবাসেন, আর তাই তিনি সোশ্যাল মিডিয়াতে চলা সমস্ত ট্রোলকে মাথায় রাখতে চান না। তিনি এখন নিজের কাজকে এগিয়ে নিয়ে যেতে চান।