Arijit

ধোনির অনুপ্রেরণা এবং কোহলির পরামর্শ নিয়েই আজ ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন বুমরাহ

হটাৎই করোনা আক্রান্ত হয়ে পড়ায় ভারত ও ইংল্যান্ডের পঞ্চম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। রোহিত শর্মা ছিটকে যাওয়ায় এই টেস্টে ভারতের অধিনায়ক হিসেবে ভূমিকা পালন করবেন জোরে বোলার জাসপ্রীত বুমরাহ। কপিল দেবের পর দীর্ঘ ৩৫ বছর পর কোন জোরে বোলার ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন। স্বাভাবিক ভাবেই আজকের দিনটি বুমরাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং স্মরণীয়।

   

এই এজবাস্টন টেস্টে নামার আগে সাংবাদিক বৈঠকে এসে বুমরার মুখে ধোনির কথা শোনা গেল। বুমরাহ বলেন, “চাপ থাকলে সাফল্যের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আমি বরাবর দলের প্রতি দায়বদ্ধ। কঠিন চ্যালেঞ্জ নিতে ভালবাসি। ক্রিকেটার হিসেবে কঠিন পরিস্থিতিকে দু’হাতে আঁকড়ে ধরতে চাই। এক বার ধোনির সঙ্গে অনেক কথা হয়েছিল। ও জানিয়েছিল, ভারতকে প্রথম বার নেতৃত্ব দেওয়ার আগে কোনও দিন কোনও দলের অধিনায়ক হয়নি। এখন ওকে সর্বকালের সেরা অধিনায়ক বলা হয়। তাই নেতৃত্বের চাপ নিয়ে ভাবছি না। কী ভাবে দলকে সাহায্য করতে পারি, সেটা নিয়ে ভাবছি।”

এছাড়াও বুমরাহ বলেন, “কোহলির ভূমিকা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি বল করার সময়ে বা কোনও সিদ্ধান্ত নেওয়ার সময়ে কোহলির উপদেশ দরকার। বিরাটের পরামর্শ অমূল্য এবং সব সময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ।”