পানামা পেপার মামলায় ঐশ্বর্যকে ৫ ঘন্টা জেরা ইডির, সংসদে মোদী সরকারকে অভিশাপ জয়া বচ্চনের

পানামা পেপার মামলায় সোমবার ইডির সমন পেয়েছিলেন বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চন। এর আগেও দুবার সমন পেয়েছিলেন কিন্তু সেখানে উপস্থিত হননি অভিনেত্রী। এদিন কোনোভাবেই হাজিরা এড়াতে পারেননি তিনি। টানা ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় বচ্চনের পুত্রবধূকে। করফাঁকি দিয়ে বিদেশে বিপুল পরিমাণ সম্পত্তি গচ্ছিত রাখার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এদিকে আবার এদিনই সংসদে গিয়ে মেজাজ হারিয়ে অভিশাপ দিয়েছেন জয়া বচ্চন।

সমাজবাদী পার্টির সাংসদ জয়া বচ্চন সোমবার সংসদে গিয়েছিলেন। এদিন মাদক সংশোধনী বিল নিয়ে আলোচনার সময়ে বিরোধী দলের ১২ জন সাংসদকে সাসপেন্ড করার বিষয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। এরপরেই বিজেপির সাথে আক্রমণে জড়িয়ে পড়েন জয়া। এমনকি বিরোধী দলকে অভিশাপ দেন। তিনি বলেন যে বিজেপি সরকারের খারাপ দিন আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে। তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছিল বলেই তিনি এরকম রেগে গিয়েছিলেন।

তবে তাঁর এই রাগের পিছনে অন্য কারণ আছে বলে মনে করছেন বিরোধীরা। বৌমাকে ইডির জেরার মুখে পড়তে হয়েছে, এরপর গোটা পরিবারকেই ইডির সম্মুখীন হতে পারে বলে চিন্তায় এই কাজ করেছেন জয়া। উল্লেখ্য, বিদেশে গোপন সম্পত্তি রাখা আছে বচ্চন পরিবারের, এমনই অভিযোগ উঠেছে ওই পরিবারের বিরুদ্ধে। তাই সোমবার ঐশর্যকে সমন পাঠিয়ে ৫ ঘন্টা টানা জেরা করা হয়।

এদিন ইডির অফিসে নিজেকে পুরো কালো পোশাক, কালো চশমা ও চুল খোলা রেখে এসেছিলেন বলি সুন্দরী। কিন্তু সংবাদ মাধ্যমের জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে। যদিও কোনো কথাই তিনি বলেননি। ফের বচ্চন পরিবারের নতুন কেচ্ছা সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

Papiya Paul

X