Arijit

মাত্র ২০ বলে হাফসেঞ্চুরি করে বিশ্বরেকর্ড গড়লেন ১৯ বছর বয়সী যশস্বী

শনিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হয়েছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস এবং সঞ্জু স্যামসনের রাজস্থান রয়েলস। আর এই ম্যাচে ব্যাট হাতে এক বিরাট রেকর্ড গড়লেন রাজস্থান রয়েলসের তরুণ তুর্কি যশস্বী জয়সওয়াল।

   

এই ম্যাচে প্রথমে ব্যাট করে রাজস্থানের কাছে জয়ের জন্য 189 রানের বিরাট লক্ষ্যমাত্রা ছুড়ে দেয় ধোনির চেন্নাই। জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে শুরু করে রাজস্থানের ওপেনার যশস্বী জয়সওয়াল। মাত্র কুড়ি বলে দুরন্ত অর্ধ শত রান করেন তিনি।

আর এই দুরন্ত ইনিংস খেলে এক বিশ্ব রেকর্ড গড়ে ফেললেন যশস্বী জয়সওয়াল। এতদিন পর্যন্ত কুড়ি বছর বয়সের বেশি ক্রিকেটাররা অনেকেই এত কম বলে অর্ধ শতরান করেছেন কিন্তু কুড়ি বছর বয়সী কিংবা তাঁর কম বয়সী কোন ক্রিকেটার এই রেকর্ড করতে পারেন নি। প্রথম ক্রিকেটার হিসেবে মাত্র 19 বছর বয়সে এই রেকর্ড গড়লেন যশস্বী জয়সওয়াল।