Jeet In Chengiz

‘আমাকে ভালোবাসো বা ঘৃণা করো, চেঙ্গিজ সুপারহিট’, নিন্দুকদের মুখে ঝামা ঘষে দিলেন জিৎ

ঈদের মাত্র একদিন আগেই বক্স অফিসে মুক্তি পেয়েছে টলিউডের (Tollywood) প্রথম প্যান ইন্ডিয়া ছবি ‘চেঙ্গিজ ‘ (Chengiz)। প্রথম সপ্তাহে বক্স অফিসে ঠিক কত টাকা কালেকশন করেছে এই ছবি তা নিয়ে বিস্তর জলঘোলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই আবার জিতের এই ছবির নামের পাশে জুড়ে দিয়েছেন ‘ফ্লপ’ তকমা। ছবি মুক্তির আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় কটুক্তি করেছেন পরিচালক রাণা সরকার (Rana Sarkar)। তবে এতদিন মুখ বুজে সবটা সহ্য করেছেন প্রযোজক অভিনেতা জিৎ (Jeet)।

অবশেষে নিজের অভিনীত ছবি নিয়ে মুখ খুললেন অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করে তিনি জানিয়ে দিলেন ‘চেঙ্গিজ সুপার ডুপার হিট’। তুলে ধরলেন বিবেকানন্দের বাণী। যদিও তাতেও কিন্তু পিছু হটলেন না বিতর্কিত পরিচালক রাণা সরকার। পাল্টা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনিও।

মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন জিৎ। লেখেন, ‘আমাকে পছন্দ করুন অথবা ঘৃণা করুন, দুটোই আমার পক্ষে। যদি আপনি আমাকে পছন্দ করে থাকেন তাহলে আমি থাকবো আপনার হৃদয় জুড়ে। আর যদি আপনি আমাকে ঘৃণা করে থাকেন তাহলে আমি থাকবো আপনার মনে’। এরপরেই অভিনেতার সংযোজন, ‘আমি ভীষণ আনন্দের সঙ্গে আপনাদের সকলকে জানাচ্ছি যে, চেঙ্গিজ সুপার ডুপার হিট’।

বিনোদন,টলিউড,জিৎ,রাণা সরকার,সোশ্যাল মিডিয়া,চেঙ্গিজ,Entertainment,Tollywood,Jeet,Rana Sarkar,Social Media,Chengiz

যদিও বিগত ১০ দিনে এই ছবি কতটা আয় করতে পেরেছে সেই সম্পর্কিত কোন তথ্য দেননি জিৎ। তবে ছবি যে সুপার-ডুপার হিট সে কথা জানিয়ে দিলেন অভিনেতা। জিতকে পাল্টা আক্রমণ করে মানবজমিনের পরিচালক লেখেন, ‘আমিও বলতে পারি যে মানবজমিন সুপারহিট। আমাকে পছন্দ করুন আর না করুন আমার বলা কথাটা মেনে নিতেই হবে’।

বিনোদন,টলিউড,জিৎ,রাণা সরকার,সোশ্যাল মিডিয়া,চেঙ্গিজ,Entertainment,Tollywood,Jeet,Rana Sarkar,Social Media,Chengiz

বিভিন্ন তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম সাত দিনে হিন্দি বলয় থেকে এই ছবি আয় করেছে মোট ১.২৫ কোটি টাকা। অন্যদিকে প্রথম সাতদিনে বাংলা ভার্সন-এর কালেকশন ২.২৩ কোটি টাকা। সূত্রের খবর, আট দিনে এই ছবি বক্স অফিস থেকে কালেকশন করেছে ৪.১৯ কোটি টাকা। উল্লেখ্য, এই ছবির প্রচারে দেশের বিভিন্ন প্রান্তে ছুটে গিয়েছিলেন অভিনেতা। ছবিতে তুলে ধরা হয়েছে, সত্তরের দশকের কলকাতার প্রেক্ষাপট। তুলে ধরা হয়েছে মাফিয়া চেঙ্গিজের গল্প। বাংলার বাইরে প্রায় ৭৭৪ স্ক্রিনে মুক্তি পেয়েছে এই ছবি।

Avatar

Additiya

X