চলতি বছর জমজমাট হয়ে উঠেছে ঈদ। একদিকে সলমন (Salman Khan) আর অন্যদিকে জিৎ (Jeet)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এগিয়ে গেল কে? কার মাথার ওপর হাত রাখলো ঈদের চাঁদ? একজন বলিউড (Bollywood) এবং অন্যজন টলিউডের (Tollywood) সুপারস্টার। তাঁদের জমজমাট লড়াই দেখতে হলে হলে ভিড় জমাচ্ছেন দুই অভিনেতার ভক্তরা। আর প্রথম দিনেই ব্যাপক ব্যবসা করল এই দুই ছবি।
ছবি মুক্তি পাওয়ার আগে থেকেই দুই শিবিরের দৰ্শকদের মধ্যে ছিল ব্যাপক উত্তেজনা। আর ছবি মুক্তি পেতেই একজন করল কোটির ঘরে ব্যবসা তো অন্যজন লাখের ঘরে। যদিও শুরুতে ছোট্ট ধাক্কা পেয়েছে সলমানের ‘কিসি কা ভাই কিসি কা জান’। পামেলা চোপড়ার মৃত্যুতে প্রিমিয়ার বন্ধ রাখেন অভিনেতা।
প্রথম দিনেই প্রায় ১৪ কোটি টাকা ঘরে এনেছে সলমানের এই ছবি। অর্থাৎ শুরুটা খুব একটা মন্দ হয়নি। তবে সলমানের ছবির ক্ষেত্রে এটা খুব একটা বেশি বলে মানতে নারাজ বিশেষজ্ঞরা।একদিকে ঈদ আর অন্যদিকে সপ্তাহ শেষ। শনিবার ও রবিবার এই ছবি আরও ব্যবসা করবে বলেই আশাবাদী নির্মাতারা। এর আগে বলিউডের তিনটি ছবি পা রেখেছিল কোটির ঘরে। শাহরুখ খানের ‘পাঠান’ , রণবীর কাপুর-আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ এবং অক্ষয় কুমারের ‘সূর্যবংশী’।
অন্যদিকে জিৎ-এর ‘চেঙ্গিজ’ ঘরে এনেছে ৩৫-৪০ লক্ষ টাকা। এই ছবির হিন্দি ভার্সন প্রথম দিন আয় করেছে প্রায় ১০ লক্ষ টাকা। এই খবর প্রকাশ্যে আসতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে অভিনেতার ভক্তদের মধ্যে। যদিও এই আয় নিয়ে রয়েছে দ্বিমত। টলিউডের বিতর্কিত প্রযোজক রাণা সরকারের দাবি, প্রথম দিন জিতের ছবি আয় করেছে ১৩-১৪ লক্ষ টাকা।
প্রযোজক রাণা সরকারের সঙ্গে আদায়-কাঁচকলায় সম্পর্ক টেলি তারকাদের। দেব থেকে প্রসেনজিৎ, রাণার রোষ থেকে বাদ যান না কেউই। আর এবার তাঁর নিশানায় জিৎ। সোশ্যাল মিডিয়ায় লম্বা চওড়া পোস্ট করে প্রযোজক লেখেন, ‘ আমি একবারো বলছি না চেঙ্গিজ প্রথম দিন বক্সঅফিসে ১৪ লাখ কালেকশন করেছে, আমি এটা জানাতে চাই না… যদি ফ্যানরা আর ইউটিউবারা চাই প্রথম দিন ১৪ কোটি কালেকশন বলে দেবো’।
এরপরেই তিনি লেখেন, ‘আমি চাই চেঙ্গিজ সুপারহিট হোক , বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে বাঁচাতে কমার্শিয়াল সিনেমা হিট হওয়া দরকার’। প্রযোজকের এই পোস্ট মোটেই ভালো চোখে দেখলেন না জিৎ ভক্তরা।