Best School

anita

Best School: কেউ IAS-IPS তো কেউ CBI ডিরেক্টর! বিশ্বসেরা স্কুলের মধ্যে আছে ভারতের এই আবাসিক স্কুল

নিউজ শর্ট ডেস্ক: সারা দেশে বিখ্যাত ঝাড়খণ্ডের (Jharkhand) লাতেহার জেলায় অবস্থিত নেতারহাট আবাসিক স্কুল (Netarhat Residential School)। ভারতের স্বাধীনতা লাভের পর এই আবাসিক স্কুল প্রতিষ্ঠিত হলেও আজও সারাদেশে সগৌরবে পুরনো ঐতিহ্য বহন করে চলেছে এই আবাসিক স্কুলটি। যা আইএএস ও আইপিএস তৈরির কারখানা হিসেবে পরিচিত।

   

এই স্কুল থেকে পাশ করা বহু ছাত্র পরবর্তীতে বড় বড় অফিসার হয়েছেন। কেউ সিবিআই ডিরেক্টর, ইসরো বিজ্ঞানী, আইএএস-আইপিএস এবং প্রশাসনিক আধিকারিক হয়ে মুখ উজ্জ্বল করেছেন দেশের। এই নেতারহাট স্কুল থেকেই পাশ  করা বহু ছাত্র পরবর্তীতে হয়েছেন বিখ্যাত ব্যক্তিত্ব।কিংবা বড় বড় অফিসার। তাই সরকারি এই বিদ্যালয়ের ঝুলিতে রয়েছে এমন অনেক বড় বড় রেকর্ড যা কোন বেসরকারি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদেরও নেই।

ঝাড়খন্ড রাজ্যে কর্মরত বহু আইএএস এবং আইপিএস অফিসার এই স্কুলের ছাত্র ছিলেন। তাদের মধ্যে অন্যতম হলেন আইএএস মনীষ রঞ্জন, আইপিএস অঞ্জনি আঞ্জানের মত অফিসারেরাও। এই স্কুলেরই প্রাক্তন ছাত্র ছিলেন সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর ডঃ ত্রিনাথ মিশ্র। তিনি বর্তমানে একজন অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার।

নেতারহাট আবাসিক স্কুল,Netarhat Residential School,ঝাড়খণ্ড,Jharkhand,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

নেতারহাট আবাসিক স্কুলের যেসব ছাত্র-ছাত্রীরা পড়াশোনা করেন তাঁদের গুরুকুলের আদলে আধুনিক শিক্ষা দেওয়া হয়। প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর ভিত্তি করেই এই স্কুলের ছাত্র-ছাত্রীদের ভর্তি নেওয়া হয়। এই আবাসিক স্কুলের পড়ুয়ারা মিশনের মতো জীবনযাপন করেন। তাই খুব ছোট থেকেই  শিশুদের কাপড় ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে বাস মজা সবকিছুই শেখানো হয়।

আরও পড়ুন: বাগদেবীর আশীর্বাদে শীর্ষে এই ৩ রাশি! বিরল এই সরস্বতী পুজোয় কি কি যোগ রয়েছে জানেন?

স্কুলের নিয়ম অনুযায়ী  প্রত্যেক পড়ুয়াকে রোজকার রুটিন মেনে চলতে হয়। তাই সকালে স্নান সারার পর সকালের খাওয়া সেরে সকাল ৮ টা ১৫-র মধ্যে  ক্লাসে ঢুকে যেতে হয়। তারপর সকাল ৮.৩৫ মিনিটে প্রার্থনা সারার পরপরই শুরু হয় ক্লাস। এরপর দুপুর ১টা ১০ পর্যন্ত চলে পড়াশোনা। তারপর পড়ুয়ারা নিজেরাই পড়াশোনা করে। পড়ুয়াদের খেলার জন্য বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কয়েকটি বড় মাঠ-ও রয়েছে। পড়াশোনা সেরে ছোট ছেলেমেয়েরা রাত ৯.৫০মিনিটে  এবং বড় ছেলেরা রাত ১১টার মধ্যে শুয়ে পড়ে।

নেতারহাট আবাসিক স্কুল,Netarhat Residential School,ঝাড়খণ্ড,Jharkhand,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

নেতারহাট আবাসিক স্কুল থেকে স্নাতক হওয়া ছাত্রদের মধ্যে রয়েছেন মহান গণিতবিদ বশিষ্ঠ নারায়ণ সহ প্রাক্তন সিবিআই ডিরেক্টর ডঃ ত্রিনাথ মিশ্র এবং ডঃ রাকেশ আস্থানার ব্যক্তিত্বরাও। প্রাক্তন স্বরাষ্ট্রসচিব জেবি তুবিদও এই স্কুল থেকে পড়াশোনা করেছেন। আইএএস মনীশ রঞ্জন এবং প্রাক্তন প্রশাসনিক আধিকারিক সুখদেব ভগতও নেতারহাটে আবাসিক স্কুলের প্রাক্তন ছাত্র।