Arijit

গ্রাহকদের সুবিধার্থে দুটি পুরনো প্ল্যান ফিরিয়ে আনল JIO, মিলবে ফ্রি কলিং ও ইন্টারনেট

সম্প্রতি ভারতের প্রায় প্রত্যেকটি টেলিকম সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দিয়েছে। যার জেরে চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আগের রিচার্জ প্ল্যান গুলির যা দাম ছিল এখন তার থেকে প্রায় 20 থেকে 25 শতাংশ বৃদ্ধি পেয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে দেশের সাধারণ মানুষ। এক কথায় বলা যায় ডিজিটাল ভারত গড়ার স্বপ্ন দেখিয়ে সাধারণ মানুষকে বিপদের মুখে ঠেলে দিল দেশের টেলিকম সংস্থা গুলি।

   

এই মুহূর্তে ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল Jio। অন্যান্য কোম্পানির মতই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বৃদ্ধি করেছে মুকেশ আম্বানির সংস্থা জিও। তবে সাধারণ মানুষের কথা হবে নিজেদের বেশ কয়েকটি পুরনো প্ল্যান ফিরিয়ে নিয়ে এসেছে জিও। যার জেরে হাসি ফুটল গ্রাহকদের মুখে।

এক নজরে দেখে নেওয়া যাক জিও-র সেই সমস্ত রিচার্জ প্ল্যান গুলি:-

499 টাকার রিচার্জ প্ল্যান:- এবার থেকে এই প্ল্যান রিচার্জ করে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 2GB ডেটা। সঙ্গে দৈনিক 100 SMS। আবার দৈনিক 2GB ইন্টারনেট শেষ হয়ে গেলে 64Kbps স্পিডে ইন্টারনেট পরিষেবাও পাবেন গ্রাহক। আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে Jio Prime Membership সাবস্ক্রিপশনও। সঙ্গে পাবেন DISNEY+ HOTSTAR-র সুবিধাও। এই প্ল্যানের বৈধতা থাকছে 28 দিন।

601 টাকার রিচার্জ প্ল্যান:- এই প্ল্যান রিচার্জ করে গ্রাহক পেয়ে যাবেন দৈনিক 3GB। সঙ্গে আবার অতিরিক্ত 6GB ডেটাও থাকছে। দৈনিক 100 SMS। আনলিমিটেড ভয়েস কলের সুবিধার সঙ্গে এক বছরের Disney+ Hotstar মোবাইল অ্যাক্সেস। এই প্ল্যানের বৈধতা থাকছে 28 দিন।