Jio

Jio: এক রিচার্জে চলবে ৩ মাস, মিলবে ১৮০ জিবি ডেটা, সঙ্গে আনলিমিটেড কলিং, ঝাক্কাস অফার Jio-র

নিউজশর্ট ডেস্কঃ ভারতের সমস্ত টেলিকম সংস্থাগুলোই তাদের রিচার্জ প্লানে পরিবর্তন নিয়ে আসছে। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে প্রায় প্রত্যেকটি টেলিকম সংস্থা নিত্যনতুন আকর্ষণীয় রিচার্জ প্ল্যান নিয়ে আসছে। বিশেষ করে জিও(Jio) সস্তায় এবং দীর্ঘমেয়াদি রিচার্জ প্লানের জন্য সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আর তাই ভারতের অন্যতম জনপ্রিয় ও বৃহত্তম টেলিকম সংস্থা হল জিও। এই সংস্থা তার গ্রাহকদের সস্তায় বিনামূল্যে কলিং, এসএমএস, ডেটা এবং ওটিটি সাবস্ক্রিপশনের সুযোগ দিচ্ছে। আজকের এই প্রতিবেদনে জিওর এমনই একটি নতুন রিচার্জ প্ল্যান সম্পর্কে আপনাদেরকে জানাবো।

Jio-র নতুন রিচার্জ প্ল্যান:
এই প্ল্যানের বৈধতা রয়েছে ৯০ দিন। এই প্ল্যানে মোট ১৮০ জিবি ইন্টারনেট দেওয়া হবে অর্থাৎ রোজ ২ জিবি হাই স্পিড ইন্টারনেট মিলবে। এর সঙ্গে আপনি যে কোন নাম্বারে আনলিমিটেড কলিং-এর সুবিধা পাবেন। এর জন্য আলাদা করে কোন অর্থ প্রদান করতে হবে না।

Jio

আরও পড়ুন: Vi: বিনামূল্যে পাবেন Disney+Hotstar! Vi-র এই নতুন অফারের ধারেকাছে নেই Jio-Airtel

রোজ এর সাথে ১০০ টি ফ্রি এসএমএস-এর সুবিধা পাবেন। এর সাথে পেয়ে যাবেন Jio TV, Jio Cinema । এই প্ল্যানে ৫জি ইন্টারনেট অ্যাক্সেস করাও যাবে। এই প্লানের জন্য আপনাকে খরচ করতে হবে ৭৪৯ টাকা।

Avatar

Papiya Paul

X