ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,পাতিলেবু,Patilebu,ব্যবসা,Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

anita

Business Idea: লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়ে আজই শুরু করুন এই ব্যবসা! মাসে আয় হবে হাজার হাজার টাকা

নিউজ শর্ট ডেস্ক: চাকরি ছাড়াও এখনকার দিনে কমবেশি সকলেই খুঁজছেন অতিরিক্ত উপার্জনের পথ। সেই ইচ্ছা থেকেই অনেকে ঝুঁকছেন ছোটোখাটো ব্যবসার (Business) দিকে। তবে যে কোনো ব্যবসা শুরু করার আগে সবাইকে চিন্তায় ফেলে পুঁজি।

   

তাই সবাই এমন ব্যবসাই করতে চান যেখানে কম টাকা বিনিয়োগ করে বেশি টাকা আয় করা যায়। তাই এক্ষেত্রে এমন জিনিসের ব্যবসা করা উচিত বাজারে যার চাহিদা থাকবে সারা বছর।

এমনই একটি লাভজনক ব্যবসা হল পাতিলেবুর (Lemon) চাষ। এই পাতিলেবুর চাষ করেই প্রত্যেক মাসে হাজার হাজার টাকাও আয় করা যেতে পারে। এমনিতে পাতিলেবু এমনই একটি জিনিস প্রত্যেক বাড়িতে যার চাহিদা থাকে সারা বছর। বিশেষ করে গরমকালে এই লেবুর চাহিদা থাকে তুঙ্গে।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,পাতিলেবু,Patilebu,ব্যবসা,Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

গরমে পাতিলেবুর শরবত এককথায় অমৃত। তাই ভাত হোক বা শরবত, সঙ্গে এক টুকরো লেবু খেতে পছন্দ করেন সকলেই।  তাছাড়া বিশেষজ্ঞরাও বলেন, লেবুর রসেই রয়েছে বহু গুণ। যা আমাদের শরীরের জন্যও দারুন উপকারী। তাই সব দিক বিবেচনা করে যদি পাতিলেবু চাষ করা যায় তাহলে প্রত্যেক মাসে কয়েক হাজার টাকা পর্যন্ত আয় করা সম্ভব।

আরও পড়ুন: কোটিপতি হওয়ার সহজ মন্ত্র! এবার এইভাবে লোন নিয়েও আপনি হতে পারেন বড়লোক

সবথেকে মজার বিষয় হল এই লেবু গাছ খুব অল্প জায়গায় লাগানো যায়। তাই বাড়িতে বেশি জায়গা না থাকলেও চিন্তা নেই, বাড়ির ছাদে টব অথবা গামলার মধ্যেও এই গাছ লাগানো সম্ভব।

ব্যবসায়িক বুদ্ধি,Business Idea,পাতিলেবু,Patilebu,ব্যবসা,Business,বাংলা খবর,Bangla Khobor,Bengali Khobor,Bangla,Bengali

তবে এই পাতিলেবু  কিন্তু সাধারণ পাতিলেবু নয়, পূর্ব বর্ধমানের কাটোয়ার পানুহাটের দেবারুণ নার্সারিতে পাওয়া যাচ্ছে ক্যালকাটা পাতিলেবু। বর্তমানে এই ক্যালকাটা পাতিলেবু চাষ করেই হাজার হাজার টাকা উপার্জন করার সুযোগ রয়েছে।

সম্প্রতি এ প্রসঙ্গে দেবারুণ নার্সারির কর্ণধার দেবেন্দ্রনাথ চক্রবর্তী জানিয়েছেন , ‘এই গাছের ফলন খুব বেশি এবং এই গাছ কষ্ট সহ্য করতে পারে। কেউ যদি এই গাছকে সুন্দর করে প্রতিপালন করে, যত্ন করে তাহলে ফলন বৃদ্ধি বেশি হবে। এখন প্রায় সব পরিবারই লেবু খান, লেবু কেনেন। ফলে এই গাছ কিনে ব্যবসা করা যায় ভালভাবে।’