Jio again increases Mobile Recharge Prices by Rs 300

পুজোর আগেই ফের ঝটকা! নতুন মাসে রিচার্জ প্লানের দাম ৩০০ টাকা বাড়াল Jio

নিউজশর্ট ডেস্কঃ দুমাসও হয়নি বেড়েছে রিচার্জের দাম (Mobile Recharge Price)। গত ৩রা জুলাই Jio, Airtel থেকে Vi নিজেদের মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছিল ২৫ শতাংশ পর্যন্ত। যার জেরে রীতিমত ক্ষুদ্ধ আমজনতা। মূল্যবৃদ্ধির বাজারে যেখানে আয় কমছে সেখানে বেড়েই চলেছে মোবাইলের খরচ! প্রতিবাদে অনেকেই সস্তার অপারেটর BSNL এ পোর্ট পর্যন্ত করিয়েছেন। তবে এবার পুজোর আগেই ফের ঝটকা দিল রিলায়েন্স জিও। আবারও বাড়ল মোবাইলের রিচার্জের দাম।

আবারও রিচার্জের দাম বাড়ালো Jio

হ্যাঁ ঠিকই দেখছেন, ফের বাড়ল Jio এর রিচার্জের দাম। আসলে জিও এর একাধিক রিচার্জের সাথে বিভিন্ন OTT প্লাটফর্মের সাবস্ক্রিপশন দেওয়া হয়ে থাকে। এর মধ্যে রয়েছে Zee5, Hotstar, Amazon Prime Video থেকে শুরু করে Netflix এর মত অ্যাপগুলিও। ওটিটি প্যাক দিয়ে রিচার্জ করলেই আনলিমিটেড কলিং, হাইস্পীড ডেটার পাশাপাশি আনলিমিটেড বিনোদনের মজা নেওয়া যায়। তবেই ওটিটি প্যাকেজ নিতে গেলে পকেটের উপর চাপ বাড়তে চলেছে।

পুজোর আগেই একধাক্কায় দুটো ওটিটি প্ল্যানের দাম বাড়িয়ে দিল জিও। মূলত যে রিচার্জগুলির সাথে নেটফ্লিক্স ছিল সেগুলিরই দাম বাড়ানো হয়েছে। ১০৯৯ টাকার প্ল্যানের দাম বাড়ানো হয়েছে ২০০ টাকা অর্থই ১০৯৯ প্ল্যান হয়ে গেছে ১২৯৯ টাকা। এদিকে ১৪৯৯ টাকার যে Netflix প্ল্যান ছিল সেটা বাড়িয়ে করে দেওয়া হয়েছে ১৭৯৯ টাকা। অর্থাৎ ৩০০ টাকা বেড়ে গেল খরচ। কিন্তু এত টাকা দিয়ে রিচার্জ করলে কি কি সুবিধা মিলবে চলুন দেখে নেওয়া যাক।

Jio Rs 1299 প্ল্যানের সুবিধা

আপনি যদি ১২৯৯ টাকা দিয়ে রিচার্জ করেন তাহলে প্রতিদিন ২ জিবি করে হাইস্পীড ডেটা পেয়ে যাবেন। সাথে আনলিমিটেড 5G ইন্টারনেট। একইসাথে আনলিমিটেড কলিং ও ১০০টি ফ্রি SMS পাওয়া যাবে। সাথে থাকবে Neflix, Jio Cinema ও Jio TV এর সাবস্ক্রিপশন। এই প্ল্যানের বৈধতা থাকবে ৮৪ দিন।

Jio Rs 1799 প্লানের সুবিধা

যদি আপনার প্রতিদিনের ডেটার চাহিদা বেশি হয়ে থাকে তাহলে আপনি ১৭৯৯ টাকার প্ল্যানটি রিচার্জ করতে পারেন। এক্ষেত্রে প্রতিদিন ৩ জিবি করে হাইস্পীড ডেটা পাওয়া যাবে। সাথে থাকবে আনলিমিটেড 5G ইন্টারনেট। একইসাথে ১০০ টি ফ্রি SMS প্রতিদিন, আনলিমিটেড কলিং থেকে হশুরু করে Nexflix, Jio TV ও Jio Cinema এর সাবস্ক্রিপশন পাওয়া যাবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X