মাত্র ৪০১ টাকার দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে Jio AirFibre, মিলবে আনলিমিটেড ডেটা, খুশি গ্রাহকেরা

নিউজশর্ট ডেস্কঃ দেশের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও(Reliance Jio)। দেশের অধিকাংশ গ্রাহক এই টেলিকম সংস্থার সঙ্গে অন্তর্ভুক্ত। আর বর্তমান টেলিকম দুনিয়ার পাশাপাশি ব্রডব্যান্ডেও একচেটিয়া রাজত্ব শুরু করে দিয়েছে মুকেশ আম্বানির এই সংস্থা। গ্রাহকদের কথা মাথায় রেখে একটার পর একটা নতুন আকর্ষণীয় প্ল্যান লঞ্চ করছে জিও এয়ার ফাইবার(Jio AirFibre)।

সম্প্রতি এটি একটি নতুন প্ল্যান লঞ্চ করেছে, তবে এটি নরমাল প্ল্যান নয়। অর্থাৎ এই প্ল্যানের জন্য জন্য আপনাকে এক্সট্রা রিচার্জ করতে হবে যার বিনিময়ে আপনি অতিরিক্ত বেনিফিট পাবেন। জিও এয়ার ফাইবারের এই নতুন প্ল্যান নিতে হলে আপনাকে প্রথমে নিয়মিত প্ল্যান যেগুলোর অর্থমূল্য ৫৯৯, ৮৯৯ কিংবা ১১৯৯ সেগুলোর রিচার্জ করে নিতে হবে। জিও এয়ার ফাইবারের সংযোগ সক্রিয় রাখার জন্য এই প্ল্যানগুলো রিচার্জ করতে হবে।

তবে এর সাথেই চাইলে গ্রাহক ৪০১ টাকা মূল্যের নতুন প্ল্যানটি সংযোগ করতে পারেন। চলুন তাহলে এই প্ল্যানটি সম্পর্কে বিস্তারিত আগে জেনে নেওয়া যাক। প্রথমেই বলে রাখি এটি একটি নিয়মিত প্ল্যান নয়। এটি একটি ডেটা বুস্টার। এটিতে 1TB ডেটা মিলবে এবং একটি বিলচক্রের জন্যই এই প্ল্যান বৈধ। অর্থাৎ নতুন কোন প্ল্যান পরিবর্তনের সময় এই ডেটা বুস্টার প্ল্যানের  মেয়াদ শেষ হয়ে যাবে। আর আপনার যদি অব্যবহৃত ডাটা থেকে থাকে তাহলে সেটিও চলে যাবে।

আরও পড়ুন: Jio-র দিওয়ালির অফারকে টেক্কা দিতে একদম সস্তার প্ল্যান আনলো Airtel, অফার শুনলে রিচার্জ করবেন আপনিও

অতিরিক্ত ডেটার প্রয়োজন হয় তাহলে এই ডেটা বুস্টার প্ল্যান রিচার্জ করতে পারেন। তবে মনে করা হচ্ছে জিওর নরমাল প্ল্যানগুলোর মধ্যে ইন্টারনেটের গতি এত বেশি থাকে যে ক্ষেত্রে ডেটা বুস্টারের প্রয়োজন নাও হতে পারে। প্রসঙ্গত, ভারতের ২১ টি রাজ্যের ৪৯৪ টি শহরে এখন জিও এয়ার ফাইবার পরিষেবা পাওয়া যাচ্ছে। আপনি যদি নতুন জিও এয়ার ফাইবারের কানেকশন নিতে চান। তাহলে ওয়েবসাইটের পেজে গিয়ে সমস্ত তথ্য জেনে নিতে পারেন। এছাড়া 60008-60008 এই নম্বরে মিসড কল দিয়েও যোগাযোগ করতে পারেন।

Papiya Paul

X