Jio Airfiber Independence Day Special Freedom Offer

আনলিমিটেড ইন্টারনেট সাথে ১২টা ফ্রি OTT! স্বাধীনতা উপলক্ষে Jio-র বাম্পার অফার আনল Jio

নিউজশর্ট ডেস্কঃ বর্তমানে যে কটি টেলিকম কোম্পানি রয়েছে তার মধ্যে অন্যতম রিলায়েন্স জিও (Reliance Jio)। মোবাইল পরিষেবার পাশাপাশি গোটা দেশে ব্রডব্যান্ড পরিষেবা জিও ফাইবার (Jio Fiber) দিয়ে থাকে জিও। এমনিতে নতুন কানেকশন নেওয়ার জন্য মোটা টাকা খরচ করতে হয়। তবে সম্প্রতি স্বাধীনতা দিবস উপলক্ষে দুর্দান্ত অফার এনেছে জিও। আজ সেই সম্পর্কেই জানাবো আপনাদের।

Jio AirFiber Independence Day Offer

আপনি যদি নতুন ইন্টারনেট কানেকশন নেওয়ার কথা ভেবে থাকেন তাহলে এটাই সুবর্ণ সুযোগ। কেন? কারণ নতুন ব্রডব্যান্ড কানেকশনে নেওয়ার সময় প্রতিটা কোম্পানির তরফ থেকে কিছু টাকা ইনস্টলেশন চার্জ হিসাবে নেওয়া হয় গ্রাহকদের থেকে। তবে স্বাধীনতা দিবস অফারে জিও আইরফাইবার কানেকশন নিলে কোনো এক্সট্রা চার্জ দিতে হবে না। হ্যাঁ ঠিকই দেখছেন কোনো অতিরিক্ত টাকা খরচ করতে হবে না, শুধু যে প্ল্যান রিচার্জ করবেন সেটার টাকা দিলেই হবে।

Jio Airfiber Freedom Plan

জিও এয়ার ফাইবার ব্রডব্যান্ডের অফার

জিও কোম্পানির তরফ থেকে যে স্বাধীনতা দিবসের অফার আনা হয়েছে তা পেতে গেলে কিছু শর্ট মানতে হবে। যেহেতু এক্ষেত্রে ১০০০ টাকার ইনস্টলেশন চার্জ একেবারে মুকূপ করে দেওয়া হচ্ছে তাই আপনাকেই নূন্যতম ৩ মাসের প্ল্যান রিচার্জ করতে হবে। চাইলে ৬ মাস বা ১২ মাসের প্ল্যানও রিচার্জ করতেই পারেন, সেক্ষেত্রে আরও কিছুটা ছাড় পাওয়া যেতে পারে।

Jio Air Fiber এর প্ল্যানের ফিচার্স ও দাম

আপনি যদি নূন্যতম ৩ মাসের কানেকশন নেন তাহলে আগে ২১২১ টাকা প্ল্যানের দাম ও সাথে ১০০০ টাকা ইনস্টলেশন মিলিয়ে ৩১২১ টাকা দিতে হত। কিন্তু এখন সেটা ২১২১ টাকাতেই পাওয়া যাবে। আর যদি ৬ মাসের কানেকশন করেন তাহলে ৪২৪১ টাকা ও ১২ মাস বা এক বছরের কানেকশনের জন্য ৮৪৮২ টাকা খরচ করতে হবে।

উপরে যে প্লানের কথা বলা হয়েছে সেটি বেসিক প্ল্যান। এই প্ল্যান রিচার্জ করলে 30Mbps এর স্পীডে ১০০০ জিবি হাইস্পীড ডেটা পাওয়া যাবে যার বৈধতা থাকবে ৩০ দিন। একইসাথে জিও এর তরফ থেকে একাধিক ওটিটি এর সাবস্ক্রিপশন দেওয়া হবে। উদাহরণ স্বরূপ তিন মাসের প্ল্যান নিলে তার সাথে হটস্টার, সোনি লিভ, জি ফাইভ, হইচই এর মত ওটিটি বিনামূল্যেই পাওয়া যাবে।

আরও পড়ুনঃ ট্রাফিক পুলিশ চালান কাটলেও নো চাপ! এই কাজ করলে দিতে হবে না কোনো টাকা

জিও আইরফাইবারের জন্য কিভাবে আবেদন করতে হবে?

নতুন কানেকশন নেওয়ার জন্য প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে (Jio.com) চলে যেতে হবে। এরপর সেখানে গিয়ে Airfiber অপশনে ক্লিক করতে হবে। এরপর সামনেই ‘Freedom Offer’ এর ব্যানার দেখা যাবে। সেখানে “Claim Offer” এর উপর ক্লিক করলেই নতুন উইন্ডো খুলবে। এখানে নাম, ফোন নাম্বার ও পিনকোড দিয়ে আবেদন করতে হবে। তাহলেই জিও এর তরফ থেকে আপনার সাথে যোগাযোগ করে নেওয়া হবে।

Partha Sarathi Manna

Partha Sarathi Manna

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক, রয়েছে রামকৃষ্ণ মিশন থেকে অ্যাডভান্স মাল্টিমিডিয়া ডিগ্রি। পড়াশোনা শেষে বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতার সাথে যুক্ত। ডিজিটাল মিডিয়াতে কর্মজীবন শুরু ২০২০ সালে। বিনোদন, লাইফস্টাইল, টেকনোলজি থেকে ভ্রমণ সম্পর্কে লিখতে দক্ষ। তবে পড়াশোনা বিষয়ক লেখালিখিতেও বেশ আগ্রহী। কাজের বাইরে সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে, ঘুরতে যাওয়াই নেশা মেল - [email protected]

X