Jio নাকি Airtel, অফুরন্ত ডেটা সহ OTT প্ল্যান, ২৯৬ টাকায় কে দিচ্ছে সবথেকে সেরা অফার?

নিউজশর্ট ডেস্কঃ এই মুহূর্তে দেশের দুই অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সস্তায় দুর্দান্ত অফার নিয়ে আসছে। আবার একে অপরের সঙ্গে পাল্লা দিয়ে নতুন রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। তাই এমন অনেক রিচার্জ প্ল্যান আছে যেগুলোর ক্ষেত্রে দুটো কোম্পানি একই দাম রেখেছে। সেক্ষেত্রের দাম একই হলেও সুবিধা একে অপরের থেকে অনেকটাই আলাদা।

আজকের এই প্রতিবেদনে এয়ারটেল(Airtel) এবং জিওর(Jio) ২৯৬ টাকার প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক এই প্ল্যানে কে বেশি সুবিধা দিচ্ছে?

Jio-র ২৯৬ টাকার প্ল্যানের সুবিধা: এই প্ল্যানটিতে কোন ডেইলি ডাটা লিমিট নেই। এই প্ল্যানটিতে আপনি মোট ২৫ জিবি ডাটা পাবেন। এর সাথেই যে কোন নেটওয়ার্ক-এ আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা রয়েছে। এর সাথে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর এই প্লাটফর্মগুলোর ফ্রি অ্যাক্সেস পাবেন। এর পাশাপাশি আনলিমিটেড 5g এটাও পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা রয়েছে ৩০ দিন।

আরও পড়ুন: রেষারেষি তুঙ্গে, Jio-Airtel কে টেক্কা দিতে মাত্র ৮৭ টাকার দুর্দান্ত প্ল্যান আনলো BSNL

Airtel এর ২৯৬ টাকার প্ল্যানের সুবিধা: এই প্ল্যানটিও জিওর প্ল্যান এর মত একই সুবিধা দিচ্ছে। এটির মেয়াদও ৩০ দিন পর্যন্ত থাকবে। এর সাথে রয়েছে Apollo 24|7 Circle-এর ফ্রি অ্যাক্সেস, ফ্রি Hellotune এবং Wynk Music-এর সাবস্ক্রিপশনের বেনিফিট।

অর্থাৎ এই দুটো প্ল্যান আপাতদৃষ্টিতে দেখলে বোঝা যাচ্ছে এর মধ্যে কোন পার্থক্য নেই। তবে ব্যবহারকারীদের কাছে এই দুটো প্ল্যানই সঠিক বিকল্প হয়ে উঠতে পারে। আপনি কোন প্ল্যানটি বেছে নেবেন সেটা সম্পূর্ণই গ্রাহকের উপর নির্ভর করছে।

Avatar

Papiya Paul

X