নিউজশর্ট ডেস্কঃ বর্তমান সময়ে ইন্টারনেট ছাড়া এক মুহূর্তও চলে না সাধারণ মানুষের। মোবাইলে ইন্টারনেটের পাশাপাশি বাড়িতেও ব্রডব্যান্ড কানেকশন লাগিয়ে ফেলছেন বহু মানুষ। নিজেদের কাজের সুবিধার জন্য এবং যাদের হাইস্পিড ডাটার প্রয়োজন রয়েছে তারাই ব্রডব্যান্ড কানেকশন লাগাচ্ছে। এক্ষেত্রে জিও ফাইবার(Jio Fibre) গ্রাহকদের জন্য দুর্দান্ত অফার নিয়ে এসেছে। এখানে হাইস্পিড ডেটার সঙ্গে ৮০০ টি টিভি চ্যানেল এবং ১৫ টি ওটিটি সুবিধা পেয়ে যাবেন।
মুকেশ আম্বানির রিলায়েন্স জিও দুটো ব্রডব্যান্ড পরিষেবা গ্রাহকদের দিয়ে থাকে। একটি হলো জিও ফাইবার এবং অপরটি জিও এয়ার ফাইবার রয়েছে। জিও ফাইবারের তিনটি জনপ্রিয় প্ল্যান রয়েছে যেখানে ইন্টারনেটে স্পিড ১৫০ থেকে ৩০০ এমবিপিএস হয়ে যায়। আজকের এই প্রতিবেদনে এই প্ল্যানগুলো সম্পর্কে আপনাদেরকে জানাবো।
জিও ফাইবার ৮৯৯ টাকার প্ল্যান: এখানে আপনি তিন মাসের পোস্টপেইড প্ল্যান সাবস্ক্রাইব করতে পারেন। যেখানে আপনাকে খরচ করতে হবে ২,৬৯৭ টাকা + GST। এক্ষেত্রে ইন্টারনেটের স্পিড পাবেন ১০০ এমবিপিএস। এই প্ল্যানে আনলিমিটেড ডেটা পাওয়া যাবে এর সাথে ফ্রি ভয়েস কলিং-এর সুবিধা রয়েছে। শুধু তাই নয়, এর সঙ্গে ৮০০ টি অন ডিমান্ড টিভি চ্যানেল এবং ১৪ টি ওটিটি অ্যাপের সুবিধা পাওয়া যাবে। যার মধ্যে আপনারা পাবেন Disney+Hotstar এবং Sony LIV।
জিও ফাইবার ৯৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে তিন মাসের সাবস্ক্রিপশনের ক্ষেত্রে আপনার খরচ পড়বে ২৯৯৭ টাকা + GST। এখানে ইন্টারনেটের স্পিড ১৫০ এমবিপিএস হয়ে যায়। এই প্ল্যানে আনলিমিটেড ডাটা উপভোগ করার পাশাপাশি ফ্রি কলিং-এর সুবিধা রয়েছে। এছাড়া এই প্ল্যানেও ৮০০ টির বেশি অন ডিমান্ড টিভি চ্যানেল এবং ১৫ টি অ্যাপের সুবিধা পাবেন।
জিও ফাইবার ১৪৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে তিন মাসের সাবস্ক্রিপশন দিয়ে খরচ পড়বে ৪৪৯৭ টাকা + GST। এখানে ইন্টারনেটের স্পিড হয়ে যাবে ৩০০ এমবিপিএস। এই প্ল্যানেও আপনারা আনলিমিটেড ইন্টারনেটের সুবিধা পাবেন এবং ফ্রি ভয়েস কলিং-এর সুবিধা পাবেন। এছাড়া এই রিচার্জ প্লানে ১৬ টি ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন পাবেন। যার মধ্যে নেটফ্লিক্স এবং AMAZON প্রাইমও রয়েছে।