Jio-র পয়সা উসুল প্ল্যান, যত খুশি মিলবে ইন্টারনেট, সঙ্গে ফ্রি একগুচ্ছ OTT প্ল্যাটফর্ম

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থার তালিকায় সবার ওপরে নাম রয়েছে মুকেশ আম্বানির(Mukesh Ambani) সংস্থা ‘রিলায়েন্স জিও’র(Jio)। আর এবার টেলিকম ইন্ডাস্ট্রির পাশাপাশি ব্রডব্যান্ড পরিষেবার ক্ষেত্রেও জনপ্রিয়তার শীর্ষে আছে এই সংস্থা। গ্রাহকদের মন আকৃষ্ট করতে সস্তায় ভালো মানের ইন্টারনেট সার্ভিস প্রদান করছে জিও ফাইবার(Jio Fibre)।

সেক্ষেত্রে আপনিও যদি এই মুহূর্তে কোন ব্রডব্যান্ড কোম্পানির খোঁজ করে থাকেন। তাহলে জিও ফাইবারের নতুন কানেকশন নিয়ে নিতে পারেন। সম্প্রতি এই সংস্থা আরো দুটো হাই স্পিড ইন্টারনেট প্ল্যান নিয়ে এসেছে। যেই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কলিং এর সঙ্গে ১০০ এমবিপিএস স্পিডের ইন্টারনেট পাওয়া যাবে। এর সাথেই বেশ কিছু ওটিটি প্লাটফর্মের অ্যাক্সেস মিলবে। চলুন তাহলে এই দুটো প্ল্যান সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।

১) Jio Fiber-এর ৮৯৯ টাকার প্ল্যান:  এই প্ল্যানের বৈধতা থাকবে তিন মাস পর্যন্ত। আপনি যদি একেবারে তিন মাসে রিচার্জ করেন তাহলে জিএসটি সহ এই প্ল্যানের দাম পড়বে ২,৬৯৭ টাকা। এই প্ল্যানটিতে ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিড মিলবে, সঙ্গে আনলিমিটেড ডেটা, ফ্রি ভয়েস কলিং এবং ৫৫০টিরও বেশি টিভি চ্যানেলের ফ্রী অ্যাক্সেস পাওয়া যাবে। জিওসিনেমা (Jio Cinema), ডিজনি+হটস্টার (Disney+Hotstar), সনিলিভ (Sony Liv), জি৫ (ZEE5) এবং এরোস নাও (Eros Now)-এর মতো অনেক ওটিটি অ্যাপের সাবস্ক্রিপশন বিনামূল্যে পেয়ে যাবেন।

আরও পড়ুন: এক মাস রিচার্জে বেনিফিট পাবেন ১ বছর পর্যন্ত! বছর শেষে ধামাকা প্ল্যান আনলো BSNL

২) Jio Fiber-এর ১,১৯৯ টাকার প্ল্যান: এই প্ল্যানটির বৈধতা তিনমাস থাকবে, জিএসটি বাদে এই প্ল্যানের সাবস্ক্রিপশন নিতে গেলে আপনাকে খরচ করতে হবে ৩,৫৯৭ টাকা। এই প্ল্যানেও ফ্রি ভয়েস কল এবং ১০০ এমবিপিএস ইন্টারনেট স্পিডে আনলিমিটেড ডাটা এবং ৫৫০টিরও বেশি টিভি চ্যানেল অ্যাক্সেস করতে পারবেন। এছাড়া নেটফ্লিক্স (Netflix)-এর মৌলিক সাবস্ক্রিপশনের সাথে অ্যামাজন প্রাইম ভিডিও (Amazon Prime Video), জিওসিনেমা, ডিজনি+হটস্টার, সনিলিভ, জি৫ ইত্যাদি দেখতে পারবেন।

Avatar

Papiya Paul

X