Jio

Jio: হাইস্পিড ইন্টারনেট থেকে OTT সাবস্ক্রিপশন, এই ৪ টি ধামাকা প্ল্যানে বাজিমাত করছে Jio

নিউজশর্ট ডেস্কঃ ভারতের অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা জিও(Jio)। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সস্তায় নিত্য নতুন প্ল্যান নিয়ে আসে এই সংস্থা। আর এতেই মাথার ঘুম উড়ে যায় এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া, বিএসএনএল-র। জিওর এমনই কিছু জনপ্রিয় প্ল্যান সম্পর্কে আজকের এই প্রতিবেদনে আলোচনা করবো। যেগুলি খুব সহজেই মন জিতে নিয়েছে গ্রাহকের। চলুন তাহলে কোন প্ল্যানগুলি জনপ্রিয়, সেগুলি জেনে নেওয়া যাক।

১) Jio-র ২১৯ টাকার প্রিপেড রিচার্জ প্ল্যান:  ২১৯ টাকার জিও প্রিপেড প্ল্যানে গ্রাহকদের যেকোনো নেটওয়ার্ক-এ আনলিমিটেড ফ্রি কলিং এবং ১০০ টি এসএমএসের সুবিধা দেওয়া হবে। এছাড়া এই প্ল্যানে প্রত্যেকদিন ৩ জিবি করে ডাটা পেয়ে যাবেন গ্রাহকেরা। এক্ষেত্রে গ্রাহকেরা ৪২ জিবি ডেটা পেয়ে যাবেন। এর সাথে আরো ২৫ টাকা মূল্যের এক্সক্লুসিভ রিচার্জ করলে ২ জিবি ডেটা আরো পাওয়া যাবে। অর্থাৎ মোট ৪৪ জিবি ডাটা মিলবে। এছাড়া এই প্ল্যানের সঙ্গে অতিরিক্ত হিসাবে বিনামূল্যে  Jio TV, Jio Cloud এবং Jio Cinema-র মতো অ্যাপগুলি অ্যাক্সেস করতে পারবেন। তবে বলে রাখা ভালো এই প্ল্যানের বৈধতা রয়েছে ১৪ দিন।

২) ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান: এই প্লানের ক্ষেত্রে গ্রাহকেরা প্রত্যেকদিন ১.৫ জিবি করে ডাটা পাবেন। এর সাথে আনলিমিটেড ভয়েস কলিং এবং দৈনিক ১০০টি করে এসএমএস-এর সুবিধা রয়েছে। জিও টিভি, জিও সিনেমা এবং জিও ক্লাউডের ফ্রি সাবস্ক্রিপশন আছে। এই প্ল্যানের বৈধতা থাকবে ২৩ দিন পর্যন্ত।

Jio

আরও পড়ুন: Jio AirFibre: ১০০০ জিবি ডেটা, ১৫ টি OTT চ্যানেল! সঙ্গে ফ্রি ইনস্টলেশন, Jio AirFibre-র অফার চমকে দেবে

৩) ২৯৬ টাকার প্ল্যানের সুবিধা: এই প্ল্যানটিতে কোন ডেইলি ডাটা লিমিট নেই। এই প্ল্যানটিতে আপনি মোট ২৫ জিবি ডাটা পাবেন। এর সাথেই যে কোন নেটওয়ার্ক-এ আনলিমিটেড কলিং এবং প্রত্যেকদিন ১০০ টি করে এসএমএস-এর সুবিধা রয়েছে। এর সাথে JioTV, JioCinema, JioSecurity এবং JioCloud-এর এই প্লাটফর্মগুলোর ফ্রি অ্যাক্সেস পাবেন। এর পাশাপাশি আনলিমিটেড 5g এটাও পাওয়া যাবে। এই প্ল্যানের বৈধতা রয়েছে ৩০ দিন।

৪) ৯০৯ টাকার রিচার্জ প্ল্যান: মাত্র ৯০৯ টাকার বিনিময়ে এই রিচার্জ প্লানে ১০০ টি এসএমএসের পাশাপাশি পাওয়া যাবে ২জিবি হাই স্পিড ডেটা। এছাড়া থাকবে কল এবং এসএমএসের সুবিধাও। এই প্রিপেড রিচার্জ প্লানটি দেবে ওটিটি  প্লাটফর্মের ফ্রি সাবস্ক্রিপশন। এছাড়াও জিওর গ্রাহকরা জিও সিনেমা, জিও টিভি এবং জিও ক্লাউড এর মত বিভিন্ন জিও অ্যাপ্লিকেশন গুলিতে বিনামূল্যে অ্যাক্সেস করতে পারবেন। ৯০৯ টাকার এই এন্টারটেনমেন্ট প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল, দৈনিক ১০০টি এসএমএস এবং মোট ১৬৮ জিবি ডেটা পাওয়া যাবে।  ৮৪ দিনের এই প্ল্যানে রোজকার ২ জিবি ডেটা কোটা শেষ হওয়ার পর গ্রাহকরা ৪০ কেবিপিএস গতিতে সীমাহীন ডেটা এক্সেস করতে পারবেন। এটি সনি লিভ এবং জি ৫ অ্যাপ্লিকেশনগুলিতে বিনামূল্যে সাবস্ক্রিপশন সরবরাহ করে।

 

Avatar

Papiya Paul

X